Ajker Patrika

সহকর্মীদের ‘বুলিং’ করার অভিযোগে পদত্যাগ ব্রিটিশ মন্ত্রীর

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৩: ৩৬
সহকর্মীদের ‘বুলিং’ করার অভিযোগে পদত্যাগ ব্রিটিশ মন্ত্রীর

সহকর্মীদের বুলিং (হয়রানি) ও হুমকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার গ্যাভিন উইলিয়ামসন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উইলিয়ামসন দাবি করেছেন, তিনি ভুল কিছু করেননি। 

বিবিসির খবরে জানা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টির এক এমপিকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হয়রানি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সদ্য পদত্যাগ করা এ মন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সরকারের ভালো কাজের পথে অন্তরায় হতে পারে। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

পদত্যাগপত্রে এই কনজারভেটিভ নেতা বলেছেন, তিনি ‘সত্যিকারের দুঃখ’ নিয়ে সরকার থেকে সরে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবেন। 

পরে এক টুইটে উইলিয়ামসন আরও জানিয়েছেন, পদত্যাগের পর এ বাবদ কোনো অর্থ নেবেন না। বরং এই অর্থ জাতীয় স্বাস্থ্যসেবার মতো সরকারের প্রকল্পগুলোতে খরচ করা উচিত বলে মনে করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তিনি ‘গভীর দুঃখের সঙ্গে’ স্যার গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় ‘ব্যক্তিগত সমর্থন ও বিশ্বস্ততার’ জন্য উইলিয়ামসনকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত