Ajker Patrika

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাগানে ১৮ কোটি টাকার ভাস্কর্য, চলছে সমালোচনা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাগানে ১৮ কোটি টাকার ভাস্কর্য, চলছে সমালোচনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের বাগানে ইংরেজ ভাস্কর হেনরি মুরের তৈরি এক নারীর ভাস্কর্য বসানো হয়েছে। ভাস্কর্যটির পেছনে খরচ হয়েছে ১৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৮ কোটি। দেশের অর্থনীতির ক্রান্তিলগ্নে সরকারের অর্থায়নে এই ভাস্কর্য বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির জনগণ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এমন ‘অপব্যয়’ করা নিয়ে চলছে সমালোচনা। 

আজ রোববার দ্য সান নিউজ পেপারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘ওয়ার্কিং মডেল ফর সিটেড ওমেন’ ভাস্কর্যটি ১৯৮০ সালে ইংরেজ ভাস্কর হেনরি মুরের তৈরি করা। যা নিলামে করদাতাদের অর্থায়নের টাকায় গত মাসে কেনে দেশটির সরকারি আর্ট কালেকশন বিভাগ। যুক্তরাজ্য যেখানে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিসহ অর্থনীতির নানা জটিলতায় ভুগছে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে সেই সময়ে এমন বিলাসিতা জনমনে ক্ষোভের সঞ্চার করেছে। 

এ বিষয়ে এক বিশেষজ্ঞ দ্য সান নিউজ পেপারকে বলেন, ‘মুরের এই ভাস্কর্যটি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। তবে এই সময়ে এসে জনগণের টাকায় এই ভাস্কর্য বসানোকে নিঃসন্দেহে অপব্যয় হিসেবে বিবেচনা করা যায়।’ 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তির সিদ্ধান্তে ভাস্কর্য বসানো হয়নি। গত বৃহস্পতিবার এটি বসানো হয়েছে। বিগত ৪০ বছর ধরে ১০ নং ডাউনিং স্ট্রিটে মুরের তৈরি ভাস্কর্য রয়েছে। মুরের মৃত্যুর পর এই ভাস্করের দাতব্য ফাউন্ডেশনের অনুরোধে মাঝে মাঝে সেগুলো পরিবর্তন করা হয়। 

যুক্তরাজ্যের আর্ট কালেকশন বিভাগের মালিকানায় ১৪ হাজারের বেশি মূল্যবান শিল্পকর্ম রয়েছে। যা দেশটির বিভিন্ন সরকারি দপ্তর এবং বিশ্বের বিভিন্ন স্থানে রাখা আছে। 

উল্লেখ্য, ইংরেজ ভাস্কর হেনরি মুর ১৯৮৬ সালে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেশ কয়েকটি বিশ্ব বিখ্যাত ভাস্কর্য তৈরি করে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত