Ajker Patrika

সুনাকের উপপ্রধানমন্ত্রী রাব, অর্থ মন্ত্রণালয় থাকছে হান্টের কাছেই

সুনাকের উপপ্রধানমন্ত্রী রাব, অর্থ মন্ত্রণালয় থাকছে হান্টের কাছেই

প্রধানমন্ত্রী হয়েই নিজের উপপ্রধানমন্ত্রী হিসেবে ডমিনিক রাবকে নিয়োগ দিয়েছেন ঋষি সুনাক। একই সঙ্গে রাবকে যুক্তরাজ্যের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে। পাশাপাশি ঋষি সুনাকের মন্ত্রিসভায় চ্যান্সেলর অব এক্সচেকারের দায়িত্ব থাকছে লিজ ট্রাসের অর্থমন্ত্রী জেরেমি হান্টের কাছেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রয়টার্সের পৃথক দুই প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে ডমিনিক রাবকে উপপ্রধানমন্ত্রী এবং বিচার বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে জেরেমি হান্টের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঋষি সুনাকের কার্যালয়ের একটি সূত্র। 

ঋষি সুনাকের মিত্র বলে পরিচিত ডমিনিক রাব এর আগে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভায়ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বাড়তি দায়িত্ব হিসেবে বিচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পেয়েছেন। 

এর আগে, মাত্র ১১ দিন আগে লিজ ট্রাসের সরকারের অর্থমন্ত্রী নিযুক্ত হন জেরেমি হান্ট। হান্ট এর আগে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি গত ১৪ অক্টোবর কোয়াসি কোয়ার্টেংয়ের স্থলাভিষিক্ত হন। অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েই জেরেমি হান্ট কর বৃদ্ধির বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন তিনি। কর বৃদ্ধির কারণ হিসেবে জেরেমি হান্ট বলেন, ‘জনগণকে বাজেট দায়বদ্ধতা বিষয়ে আস্থায় না এনেই অতিরিক্ত করের অর্থ বাজেটে যোগ হবে এমন ভবিষ্যদ্বাণী করা একটি ভুল ছিল এবং প্রধানমন্ত্রী তা স্বীকারও করে নিয়েছেন। আর তাই আমি এখানে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত