বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অন্যান্য বিষয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনের মূল অনুষ্ঠানের বাইরে এক বৈঠকে মিলিত হন তাঁরা।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান জি-২০ সম্মেলনে যোগ দিতে বালিতে পৌঁছেছেন উভয় দেশের নেতা। সেই সম্মেলনের মূল আলোচনার বাইরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোহাম্মদ বিন সালমান এবং ঋষি সুনাক।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিংস্ট্রীটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য বৃদ্ধির আলোকে আমাদের প্রধানমন্ত্রী (ঋষি সুনাক) বলেছেন, তিনি আশা করেন যে—যুক্তরাজ্য এবং সৌদি আরব জ্বালানি বাজার স্থিতিশীল করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারে।’
ডাউনিংস্ট্রীটের মুখপাত্র আরও জানিয়েছেন, এই দুই নেতা ইরানের ‘অস্থিতিশীলতা’ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে, খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০ এর সম্মেলন। আজ মঙ্গলবার সকালে বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন সি। দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের সময় এই বৈঠক হয়। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দুই নেতা আলোচনা করেছেন বলে জানা গেছে।
অপরদিকে, জি-২০ সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন কি না, তাও জানা যায়নি। অন্যদিকে জি-২০ জোটের সদস্য না হলেও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অন্যান্য বিষয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনের মূল অনুষ্ঠানের বাইরে এক বৈঠকে মিলিত হন তাঁরা।
সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান জি-২০ সম্মেলনে যোগ দিতে বালিতে পৌঁছেছেন উভয় দেশের নেতা। সেই সম্মেলনের মূল আলোচনার বাইরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন মোহাম্মদ বিন সালমান এবং ঋষি সুনাক।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিংস্ট্রীটের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী জ্বালানি মূল্য বৃদ্ধির আলোকে আমাদের প্রধানমন্ত্রী (ঋষি সুনাক) বলেছেন, তিনি আশা করেন যে—যুক্তরাজ্য এবং সৌদি আরব জ্বালানি বাজার স্থিতিশীল করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারে।’
ডাউনিংস্ট্রীটের মুখপাত্র আরও জানিয়েছেন, এই দুই নেতা ইরানের ‘অস্থিতিশীলতা’ তৈরি করতে পারে এমন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে, খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০ এর সম্মেলন। আজ মঙ্গলবার সকালে বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন সি। দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের সময় এই বৈঠক হয়। এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দুই নেতা আলোচনা করেছেন বলে জানা গেছে।
অপরদিকে, জি-২০ সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন কি না, তাও জানা যায়নি। অন্যদিকে জি-২০ জোটের সদস্য না হলেও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এশিয়ার ধনকুবেরদের উত্থান-পতনের এক চমকপ্রদ প্রতিচ্ছবি ফুটে উঠছে প্রাইভেট জেটের বাজারে। এক সময় যেখানকার আকাশ দাপিয়ে বেড়াতেন চীনের ধনীরা, এখন সেই স্থান দখল করছেন উদীয়মান ভারতীয়রা। ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে—সম্প্রতি চীনে প্রাইভেট জেটের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে, আর এই বাজারে ভারত চমকপ্রদ গতিতে
১৪ মিনিট আগেপ্রকল্পের অধীনে নারীদের পরিবর্তে প্রায় ১৪ হাজারের বেশি পুরুষ প্রতারণামূলকভাবে এই আর্থিক সুবিধা নিয়েছেন। এতে রাজ্যের কোষাগারের প্রায় ১ হাজার ৬৪০ কোটি রুপির ক্ষতি হয়েছে।
১৭ মিনিট আগেমধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ প্রতিনিয়ত বাড়ছে উদ্বাস্তুদের সংখ্যা। রোববার আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এক দশক আগেও এই বিষয়টি বড় কোনো আলোচনার কেন্দ্রে ছিল না, অথচ আজ তা ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেপূর্ব কঙ্গোর কোমান্ডা শহরে একটি ক্যাথলিক চার্চে ভয়াবহ হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এ হামলা চালিয়েছে। তবে, এখনো
২ ঘণ্টা আগে