Ajker Patrika

ঋষি সুনাককে নিয়ে মিমে সয়লাব সোশ্যাল মিডিয়া

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৪: ২৫
ঋষি সুনাককে নিয়ে মিমে সয়লাব সোশ্যাল মিডিয়া

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ও হাস্যকর সব মিম ও পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত এসব মিম ও পোস্ট ট্রেন্ডিংয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এক ব্যবহারকারী টুইটারে সুনাককে কোহিনূর হিরা ভারতে ফেরত আনতে অনুরোধ করে মিম পোস্ট করেন। অন্য এক ব্যবহারকারী মজা করে পোস্ট করেন, ‘উপনিবেশকারীরা এখন ঔপনিবেশকদের শাসন করবে।’ এ ছাড়া ঋষি সুনাকের চেহারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার আশীষ নেহরার চেহারার মিল খুঁজে পাওয়া নিয়েও অনেকে হাস্যরসাত্মক পোস্ট করেন।

ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় একদিকে যেমন ঋষিকে নিয়ে গর্ব করছে ভারতবাসী, একই সঙ্গে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের সময়কাল ও বর্তমান সময়ের তুলনা দিয়ে অনেক হাস্যকর মন্তব্যও করছেন। 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বানানো মিম ও হাস্যরসাত্মক পোস্টগুলোর কয়েকটি দেখা যাক—রানির মুকুটের ছবি দিয়ে একজন লিখেছেন, ‘আমাদের প্রথম মিশন কোহিনূর ফিরিয়ে আনা’। এক ব্যবহারকারী লিখেছেন, ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় পাকিস্তানে জ্বালাপোড়া কমানোর ওষুধ পাঠাচ্ছে ভারত। ভারতীয় খাবারের ছবি দিয়ে একজন ক্যাপশন দিয়েছেন, ‘এদিকে যুক্তরাজ্যের অবস্থা’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত