ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ও হাস্যকর সব মিম ও পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত এসব মিম ও পোস্ট ট্রেন্ডিংয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক ব্যবহারকারী টুইটারে সুনাককে কোহিনূর হিরা ভারতে ফেরত আনতে অনুরোধ করে মিম পোস্ট করেন। অন্য এক ব্যবহারকারী মজা করে পোস্ট করেন, ‘উপনিবেশকারীরা এখন ঔপনিবেশকদের শাসন করবে।’ এ ছাড়া ঋষি সুনাকের চেহারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার আশীষ নেহরার চেহারার মিল খুঁজে পাওয়া নিয়েও অনেকে হাস্যরসাত্মক পোস্ট করেন।
ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় একদিকে যেমন ঋষিকে নিয়ে গর্ব করছে ভারতবাসী, একই সঙ্গে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের সময়কাল ও বর্তমান সময়ের তুলনা দিয়ে অনেক হাস্যকর মন্তব্যও করছেন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বানানো মিম ও হাস্যরসাত্মক পোস্টগুলোর কয়েকটি দেখা যাক—
ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ও হাস্যকর সব মিম ও পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত এসব মিম ও পোস্ট ট্রেন্ডিংয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক ব্যবহারকারী টুইটারে সুনাককে কোহিনূর হিরা ভারতে ফেরত আনতে অনুরোধ করে মিম পোস্ট করেন। অন্য এক ব্যবহারকারী মজা করে পোস্ট করেন, ‘উপনিবেশকারীরা এখন ঔপনিবেশকদের শাসন করবে।’ এ ছাড়া ঋষি সুনাকের চেহারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার আশীষ নেহরার চেহারার মিল খুঁজে পাওয়া নিয়েও অনেকে হাস্যরসাত্মক পোস্ট করেন।
ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় একদিকে যেমন ঋষিকে নিয়ে গর্ব করছে ভারতবাসী, একই সঙ্গে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের সময়কাল ও বর্তমান সময়ের তুলনা দিয়ে অনেক হাস্যকর মন্তব্যও করছেন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বানানো মিম ও হাস্যরসাত্মক পোস্টগুলোর কয়েকটি দেখা যাক—
বেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
৪৩ মিনিট আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
২ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
৪ দিন আগে