ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ও হাস্যকর সব মিম ও পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত এসব মিম ও পোস্ট ট্রেন্ডিংয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক ব্যবহারকারী টুইটারে সুনাককে কোহিনূর হিরা ভারতে ফেরত আনতে অনুরোধ করে মিম পোস্ট করেন। অন্য এক ব্যবহারকারী মজা করে পোস্ট করেন, ‘উপনিবেশকারীরা এখন ঔপনিবেশকদের শাসন করবে।’ এ ছাড়া ঋষি সুনাকের চেহারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার আশীষ নেহরার চেহারার মিল খুঁজে পাওয়া নিয়েও অনেকে হাস্যরসাত্মক পোস্ট করেন।
ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় একদিকে যেমন ঋষিকে নিয়ে গর্ব করছে ভারতবাসী, একই সঙ্গে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের সময়কাল ও বর্তমান সময়ের তুলনা দিয়ে অনেক হাস্যকর মন্তব্যও করছেন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বানানো মিম ও হাস্যরসাত্মক পোস্টগুলোর কয়েকটি দেখা যাক—
ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের বন্যা বয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী ঘোষিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ও হাস্যকর সব মিম ও পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা। এখনো পর্যন্ত এসব মিম ও পোস্ট ট্রেন্ডিংয়ে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক ব্যবহারকারী টুইটারে সুনাককে কোহিনূর হিরা ভারতে ফেরত আনতে অনুরোধ করে মিম পোস্ট করেন। অন্য এক ব্যবহারকারী মজা করে পোস্ট করেন, ‘উপনিবেশকারীরা এখন ঔপনিবেশকদের শাসন করবে।’ এ ছাড়া ঋষি সুনাকের চেহারার সঙ্গে ভারতীয় ক্রিকেটার আশীষ নেহরার চেহারার মিল খুঁজে পাওয়া নিয়েও অনেকে হাস্যরসাত্মক পোস্ট করেন।
ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় একদিকে যেমন ঋষিকে নিয়ে গর্ব করছে ভারতবাসী, একই সঙ্গে ভারতীয় উপনিবেশে ব্রিটিশ শাসনের সময়কাল ও বর্তমান সময়ের তুলনা দিয়ে অনেক হাস্যকর মন্তব্যও করছেন।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে বানানো মিম ও হাস্যরসাত্মক পোস্টগুলোর কয়েকটি দেখা যাক—
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৯ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে