ই-ক্যাব নির্বাচনে শমী কায়সারের প্যানেলের জয়জয়কার
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেলের আট জন প্রার্থী জয়ী হয়েছেন। এই প্যানেল থেকে সৈয়দ আম্বারীন রেজা ৪৫৩, আবদুল ওয়াহেদ তমাল ৩৮৬ ভোট, শমী কায়সার ৩৬৫, আসিফ আহনাফ ৩৩২, শাহরিয়ার হাসান ৩০৮, নাসিমা আক্তার