নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।
অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’
দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’
একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।
অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’
দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’
একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে