Ajker Patrika

উৎসবমুখর পরিবেশে ই-ক্যাব নির্বাচনের ভোট গ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২২, ১৯: ২০
উৎসবমুখর পরিবেশে ই-ক্যাব নির্বাচনের ভোট গ্রহণ শেষ

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা। 

নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।

অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’ 

দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’ 

একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। 

বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। 

এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত