নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।
অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’
দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’
একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা।
নির্বাচনে অংশ নেওয়া তিনটি প্যানেলের নেতারাই জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। নির্বাচনে ৭৯৫ ভোটের মধ্যে ৬০৯টি ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বজলুর রহমান জানিয়েছেন, ৭৭ শতাংশ ভোট পড়েছে।
অগ্রগামী প্যানেলের নেতা ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার বলেন, ‘খুব সুন্দরভাবে ভোটিং হয়েছে ৷ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। আমরা মনে করি, এটা আমাদের বড় সাফল্য যে আমরা সদস্যদের ভোটের ব্যাপারে আগ্রহী করতে পেরেছি। আশা করছি আমাদের প্যানেলের সবাই জয় পাবেন।’
দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভাবিনি এত ভোটার আসবে। সারা দিন সুষ্ঠু-সুন্দরভাবে ভোট গ্রহণ চলেছে। আশা করছি আমাদের জয় হবে।’
একই রকম কথা জানান ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজও। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনা বোর্ড। তিন প্যানেলের দুজন করে প্রার্থী ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ২০২২-২৪ মেয়াদে দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এই ৯টি পদের বিপরীতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকার্স ও ঐক্য নামে তিনটি প্যানেল থেকে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বোর্ডের অন্য সদস্যরা হলেন মো. আবদুর রাজ্জাক, এ এইচ এম বজলুর রহমান ও আবদুল আজিজ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে