নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেলের আট জন প্রার্থী জয়ী হয়েছেন। এই প্যানেল থেকে সৈয়দ আম্বারীন রেজা ৪৫৩, আবদুল ওয়াহেদ তমাল ৩৮৬ ভোট, শমী কায়সার ৩৬৫, আসিফ আহনাফ ৩৩২, শাহরিয়ার হাসান ৩০৮, নাসিমা আক্তার নিশা ৩০৭, মোহাম্মাদ সাহাব উদ্দিন ২৮৭, সাইদুর রহমান ২৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর দ্যা চেঞ্জ মেকার্স প্যানেল থেকে জয়ী একমাত্র প্রার্থী হলেন ইলমুল হক। তিনি পেয়েছেন ২৭০ ভোট।
আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডির সাইয়্যেদেনা কমিউনিটি সেন্টারে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সোয়া ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোট পড়ে ৭৭ শতাংশ। ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন ভোট দেন। ১০টি ভোট বাতিল হয়। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয় ভোট গনণা।
ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী।
ওএমআরের মাধ্যমে গণনা করা ভোটের ফল প্রত্যাখ্যান করেছেন দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের প্রার্থীরা। দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম বলেন, ‘এ ফল বিস্ময়কর। সারাদিন আমরা দেখেছি সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কিন্তু দিনশেষে আগে থেকে সাজিয়ে রাখা ফলাফলের কাগজ মেশিনের মাধ্যমে বের করা হয়েছে। আমরা ম্যানুয়ালি ভোট গননা চাই।’
নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমিন হিলালি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী আমরা ফল ঘোষণা করেছি। তাঁরা যদি ফল না মানেন, তাহলে আপিল করবেন। আপিল বোর্ড যদি আমাদের ভোট পুনগননার নির্দেশ দেয় তবে আমরা তাই করবো।’
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেলের আট জন প্রার্থী জয়ী হয়েছেন। এই প্যানেল থেকে সৈয়দ আম্বারীন রেজা ৪৫৩, আবদুল ওয়াহেদ তমাল ৩৮৬ ভোট, শমী কায়সার ৩৬৫, আসিফ আহনাফ ৩৩২, শাহরিয়ার হাসান ৩০৮, নাসিমা আক্তার নিশা ৩০৭, মোহাম্মাদ সাহাব উদ্দিন ২৮৭, সাইদুর রহমান ২৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর দ্যা চেঞ্জ মেকার্স প্যানেল থেকে জয়ী একমাত্র প্রার্থী হলেন ইলমুল হক। তিনি পেয়েছেন ২৭০ ভোট।
আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডির সাইয়্যেদেনা কমিউনিটি সেন্টারে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সোয়া ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোট পড়ে ৭৭ শতাংশ। ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন ভোট দেন। ১০টি ভোট বাতিল হয়। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয় ভোট গনণা।
ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী।
ওএমআরের মাধ্যমে গণনা করা ভোটের ফল প্রত্যাখ্যান করেছেন দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের প্রার্থীরা। দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম বলেন, ‘এ ফল বিস্ময়কর। সারাদিন আমরা দেখেছি সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কিন্তু দিনশেষে আগে থেকে সাজিয়ে রাখা ফলাফলের কাগজ মেশিনের মাধ্যমে বের করা হয়েছে। আমরা ম্যানুয়ালি ভোট গননা চাই।’
নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমিন হিলালি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী আমরা ফল ঘোষণা করেছি। তাঁরা যদি ফল না মানেন, তাহলে আপিল করবেন। আপিল বোর্ড যদি আমাদের ভোট পুনগননার নির্দেশ দেয় তবে আমরা তাই করবো।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে