Ajker Patrika

ই-ক্যাব নির্বাচনে শমী কায়সারের প্যানেলের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-ক্যাব নির্বাচনে শমী কায়সারের প্যানেলের জয়জয়কার

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে শমী কায়সারের নেতৃত্বাধীন অগ্রগামী প্যানেলের আট জন প্রার্থী জয়ী হয়েছেন। এই প্যানেল থেকে সৈয়দ আম্বারীন রেজা ৪৫৩, আবদুল ওয়াহেদ তমাল ৩৮৬ ভোট, শমী কায়সার ৩৬৫, আসিফ আহনাফ ৩৩২, শাহরিয়ার হাসান ৩০৮, নাসিমা আক্তার নিশা ৩০৭, মোহাম্মাদ সাহাব উদ্দিন ২৮৭, সাইদুর রহমান ২৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর দ্যা চেঞ্জ মেকার্স প্যানেল থেকে জয়ী একমাত্র প্রার্থী হলেন ইলমুল হক। তিনি পেয়েছেন ২৭০ ভোট। 

আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডির সাইয়্যেদেনা কমিউনিটি সেন্টারে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সোয়া ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোট পড়ে ৭৭ শতাংশ। ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন ভোট দেন। ১০টি ভোট বাতিল হয়। বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হয় ভোট গনণা। 

ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী। 

ওএমআরের মাধ্যমে গণনা করা ভোটের ফল প্রত্যাখ্যান করেছেন দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের প্রার্থীরা। দ্য চেঞ্জ মেকার্স প্যানেলের নেতা ওয়াসিম আলিম বলেন, ‘এ ফল বিস্ময়কর। সারাদিন আমরা দেখেছি সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কিন্তু দিনশেষে আগে থেকে সাজিয়ে রাখা ফলাফলের কাগজ মেশিনের মাধ্যমে বের করা হয়েছে। আমরা ম্যানুয়ালি ভোট গননা চাই।’ 

নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আমিন হিলালি আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী আমরা ফল ঘোষণা করেছি। তাঁরা যদি ফল না মানেন, তাহলে আপিল করবেন। আপিল বোর্ড যদি আমাদের ভোট পুনগননার নির্দেশ দেয় তবে আমরা তাই করবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত