Ajker Patrika

ফের ই-ক্যাব সভাপতি শমী, সম্পাদক তমাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফের ই-ক্যাব সভাপতি শমী, সম্পাদক তমাল

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতি পদে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার। আর টানা পঞ্চম মেয়াদে সাধারণ সম্পাদক পদে বসতে যাচ্ছেন কমপিউটার জগৎয়ের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল। ২০১৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এ পদে আছেন তিনি। সোমবার এই দুজনসহ পাঁচজনকে ই-ক্যাবের শীর্ষ পাঁচ পদে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। এরা প্রত্যেকেই বর্তমান কমিটিতেও রয়েছেন।

গত ১৮ জুন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ৯ পরিচালকের ৫ জন ভিন্ন ভিন্ন পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ৫ জনকে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে মঙ্গলবার বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের একাধিক প্রার্থী জানিয়েছেন তারা হাতে ভোট পুনগননার আবেদন করেছেন।

এ বিষয়ে ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি ফলাফলে আপত্তি জানিয়ে আবেদন করেছি। 

তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত