Ajker Patrika

ই-ক্যাব নির্বাচনে ৯ পদের বিপরীতে লড়বেন ৩১ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ১২: ০৯
ই-ক্যাব নির্বাচনে ৯ পদের বিপরীতে লড়বেন ৩১ জন

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৩১ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। পূর্বঘোষণা অনুযায়ী সোমবার রাতে নির্বাচন বোর্ডের সদস্যদের বৈঠকের পর এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় যাদের নাম রয়েছে, তাঁরা হলেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (কমজগৎ টেকনোলজি), মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার লিমিটেড), নাসিমা আক্তার (রিভারি করপোরেশন লিমিটেড), সাইদুর রহমান (ডিজিটাল হাব সল্যুশন্স লিমিটেড), তাওহিদা হায়দার (মেনসেন মিডিয়া), মোহাম্মদ সাহাব উদ্দিন (ডায়বেটিক স্টোর লিমিটেড), রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম), শাহরিয়ার হাসান (পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড), সৈয়দা আম্বারীন রেজা (ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কোপ ইনফোটেক লিমিটেড), মোহাম্মদ ইলমুল হক (সেবা প্লাটফরম লিমিটেড), তাসদিক হাবিব (ক্লিন ফোর্স লিমিটেড), আসিফ আহনাফ (ব্রেকবাইট), মো: আরিফুর ইসলাম দিপান (পরান বাজার), শাফকাত হায়দার (সি-প্রোকো কম্পিউটার্স লিমিটেড), সোফায়েত মাহমুদ (এসএম ইন্টারন্যাশনাল), নুসরাত লোপা (হুর নুসরাত), ফাতেমা বেগম (আদি বিডি লিমিটেড), ‍সাজ্জাদুল ইসলাম (ক্রাফটসম্যান সল্যুশন), মোহাম্মদ ইসমাইল হোসেন (বিডি এক্সক্লুসিভ), সামদানি তাবরিজ (র‌্যাপিডো ডেলিভারিস), আব্দুল আজিজ (যাচাই ডট কম লিমিটেড), মোহাম্মদ  ওয়াসিম আলিম (বাংলামেডস ফার্মেসি লিমিটেড), মাফিয়া নাহিদ (যাচাই লিমিটেড), তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল লিমিটেড), মো: সেলিম শেখ (নূরতাজ বাংলাদেশ লিমিটেড), মো: আব্দুল আলিম (পাবলিকস মেট্রো লিমিটেড), জিশান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ)।

এবারের নির্বাচনে ৯ পদের বিপরীতে মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৯ মে। এই সময়ের মধ্যে পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী।

আগামী ১৮ জুন (শনিবার) নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। এই নির্বাচনে ভোটার ৭৯৫ জন। সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিতদের মধ্য থেকে শীর্ষ কর্মকর্তা নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ২০ জুন দুপুর ২টা পর্যন্ত। ওই দিন নির্বাচিত সদস্যদের ভোটে শীর্ষ কর্মকর্তা নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। 

ফলাফল সম্পর্কে প্রার্থীরা ২১ জুন বিকেল ৪টা পর্যন্ত লিখিত আপত্তি জানাতে পারবেন। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২৬ জুন। ২ জুলাই নবনির্বাচিত কমিটির  দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত