টুইটারে পোল খুলে ইলন মাস্ক বললেন, হেরে গেলে সিইওর পদ ছাড়বেন তিনি
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে তাঁর থাকা উচিত কিনা তা জানতে জানতে চেয়ে টুইটারে পোল (অনলাইন ভোট) খুলেছেন ইলন মাস্ক। পোল পোস্টে তিনি বলেছেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’