Ajker Patrika

টুইটারে আপলোড করা যাবে ৬০ মিনিট ব্যাপ্তির ভিডিও 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৫: ৫৭
টুইটারে আপলোড করা যাবে ৬০ মিনিট ব্যাপ্তির ভিডিও 

টুইটার অধিগ্রহণের পর ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন প্ল্যাটফর্মটিকে ভিডিও নির্মাতাদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কাজ করবেন তিনি। এর ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর টুইটার ঘোষণা করে, এখন থেকে ফুল এইচডি (১০৮০ পি) রেজুলেশন সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ৬০ মিনিট ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোড করা যাবে। তবে এই সুযোগ কেবল ব্লু টিক সেবা গ্রহণকারী ব্যবহারকারীরা পাবেন। 

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের এই নতুন সুবিধা শুধুমাত্র ওয়েব ভার্সন থেকেই পাওয়া যাবে। আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে এ সুবিধা পাওয়া যাবে না। এর আগে ব্লু টিকধারী টুইটার ব্যবহারকারীরা ফুল এইচডি রেজ্যুলেশনের সর্বোচ্চ ১০ মিনিট ব্যাপ্তির ৫১২ মেগাবাইট আকারের ভিডিও আপলোড করতে পারতেন। আর যারা টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা গ্রহণ করেননি, তাঁরা আগের মতোই সর্বোচ্চ ৪ মিনিট ব্যাপ্তির ভিডিও আপলোড করতে পারবেন। 

টুইটার কর্তৃপক্ষ জানায়, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মে আপলোড করা সমস্ত ভিডিওর সর্বোচ্চ সম্ভব গুণমান বজায় রাখার চেষ্টা করি। তবে ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের গতি এবং স্থিতিশীলতার ওপর ভিত্তি করে বিভিন্ন মিডিয়ার জন্য এটিকে উপযোগী করার জন্য আমরা মূল ভিডিওর বিভিন্ন পরিবর্তন যেমন, রেজুলেশন এবং বিটরেট পরিবর্তন করতে পারি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত