প্রযুক্তি ডেস্ক
এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’
টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে। কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।
এখন থেকে কোনো টুইট কতবার দেখা হয়েছে তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপাতত এই সুবিধা পাওয়া যাচ্ছে। ওয়েব সংস্করণে শিগগিরই চালু হবে এই সুবিধা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, টুইটারে ‘মন্তব্য’, ‘রিটুইট’ ও ‘লাইক’ সংখ্যার পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ সংখ্যা’ দেখতে পাবেন। তবে সব টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে না। কমিউনিটি টুইট, টুইটার সার্কেল টুইট ও ১৫ ডিসেম্বরের আগে পোস্ট করা টুইটে এই সুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীর কোনো টুইট যে কোনো সময়, যে কোনো ডিভাইসে দেখলেই তা ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
ইলন মাস্ক একটি টুইটে বলেন, ‘টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। এর ফলে একটা টুইট কতবার দেখা হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। এই সুবিধা ভিডিওর জন্য স্বাভাবিক। এই সুবিধার ফলে টুইটারকে এখন আরও জীবন্ত মনে হবে। কারণ ৯০ শতাংশ ব্যবহারকারীই টুইট শুধু পড়েন। এরা টুইট, রিপ্লাই কিংবা লাইক দেন না।’
টুইটার জানায়, যে টুইটটি দেখবে সে আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, টুইটটি হোমপেজে, প্রোফাইলে, সার্চ করে কিংবা কোনো নিবন্ধে এমবেড করা হিসেবে দেখা হলেও তা ভিউ হিসেবে গণ্য করা হবে। কোনো টুইট ওয়েব সংস্করণে দেখার পর নিজের ফোন থেকে পুনরায় ওই টুইট দেখলে দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে। এমনকি অ্যাকাউন্ট মালিক নিজের টুইট দেখলে সেটিও একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।
টুইটার ব্যবহারকারীরা নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন। তবে এবার সেই তথ্য অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন।
স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
৪ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১২ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
২০ ঘণ্টা আগে