প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার ফিরিয়ে এনেছে টুইটার। কয়েক দিন আগেই এই ফিচার বাদ দেয় মাইক্রো ব্লগিং সাইটটি। ফলে এর ব্যবহারকারী ও গ্রাহক সুরক্ষা নিয়ে সোচ্চার গ্রুপগুলোর সমালোচনায় পড়ে। সমালোচনার মুখেই ফিচারটি আবার ফিরিয়ে আনতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। হ্যাশট্যাগ ‘দেয়ারইজহেল্প’ (#ThereIsHelp) নামে পরিচিত ফিচারটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার থেকে কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছিল ফিচারটি। এটি সরানোর নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক নিজেই। টুইটারের নিরাপত্তা প্রধান এলা আরইউন অবশ্য এই অপসারণকে ‘অস্থায়ী’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিভিন্ন প্রম্পট ঠিক করার পাশাপাশি আমরা সেগুলোকে ঢেলে সাজাচ্ছি। আমরা জানি এই ফিচারগুলো দরকারি। আমরা এগুলো স্থায়ীভাবে বন্ধ করতে চাইনি।’
রয়টার্সের প্রতিবেদনের টুইটার পোস্টকে রিপ্লাই দিয়ে ইলন মাস্ক বলেন, ‘এটা মিথ্যা, এখনো রয়েছে এটি (ফিচার)।’
টুইটার ব্যবহারকারীদের সমালোচনার জবাবে আরেক টুইটে তিনি বলেন, ‘টুইটার আত্মহত্যা ঠেকায় না।’
হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প (#ThereIsHelp) নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার ফিরিয়ে এনেছে টুইটার। কয়েক দিন আগেই এই ফিচার বাদ দেয় মাইক্রো ব্লগিং সাইটটি। ফলে এর ব্যবহারকারী ও গ্রাহক সুরক্ষা নিয়ে সোচ্চার গ্রুপগুলোর সমালোচনায় পড়ে। সমালোচনার মুখেই ফিচারটি আবার ফিরিয়ে আনতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। হ্যাশট্যাগ ‘দেয়ারইজহেল্প’ (#ThereIsHelp) নামে পরিচিত ফিচারটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার থেকে কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছিল ফিচারটি। এটি সরানোর নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক নিজেই। টুইটারের নিরাপত্তা প্রধান এলা আরইউন অবশ্য এই অপসারণকে ‘অস্থায়ী’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিভিন্ন প্রম্পট ঠিক করার পাশাপাশি আমরা সেগুলোকে ঢেলে সাজাচ্ছি। আমরা জানি এই ফিচারগুলো দরকারি। আমরা এগুলো স্থায়ীভাবে বন্ধ করতে চাইনি।’
রয়টার্সের প্রতিবেদনের টুইটার পোস্টকে রিপ্লাই দিয়ে ইলন মাস্ক বলেন, ‘এটা মিথ্যা, এখনো রয়েছে এটি (ফিচার)।’
টুইটার ব্যবহারকারীদের সমালোচনার জবাবে আরেক টুইটে তিনি বলেন, ‘টুইটার আত্মহত্যা ঠেকায় না।’
হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প (#ThereIsHelp) নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
৪ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১২ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
২০ ঘণ্টা আগে