প্রযুক্তি ডেস্ক
ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার ফিরিয়ে এনেছে টুইটার। কয়েক দিন আগেই এই ফিচার বাদ দেয় মাইক্রো ব্লগিং সাইটটি। ফলে এর ব্যবহারকারী ও গ্রাহক সুরক্ষা নিয়ে সোচ্চার গ্রুপগুলোর সমালোচনায় পড়ে। সমালোচনার মুখেই ফিচারটি আবার ফিরিয়ে আনতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। হ্যাশট্যাগ ‘দেয়ারইজহেল্প’ (#ThereIsHelp) নামে পরিচিত ফিচারটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার থেকে কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছিল ফিচারটি। এটি সরানোর নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক নিজেই। টুইটারের নিরাপত্তা প্রধান এলা আরইউন অবশ্য এই অপসারণকে ‘অস্থায়ী’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিভিন্ন প্রম্পট ঠিক করার পাশাপাশি আমরা সেগুলোকে ঢেলে সাজাচ্ছি। আমরা জানি এই ফিচারগুলো দরকারি। আমরা এগুলো স্থায়ীভাবে বন্ধ করতে চাইনি।’
রয়টার্সের প্রতিবেদনের টুইটার পোস্টকে রিপ্লাই দিয়ে ইলন মাস্ক বলেন, ‘এটা মিথ্যা, এখনো রয়েছে এটি (ফিচার)।’
টুইটার ব্যবহারকারীদের সমালোচনার জবাবে আরেক টুইটে তিনি বলেন, ‘টুইটার আত্মহত্যা ঠেকায় না।’
হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প (#ThereIsHelp) নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার ফিরিয়ে এনেছে টুইটার। কয়েক দিন আগেই এই ফিচার বাদ দেয় মাইক্রো ব্লগিং সাইটটি। ফলে এর ব্যবহারকারী ও গ্রাহক সুরক্ষা নিয়ে সোচ্চার গ্রুপগুলোর সমালোচনায় পড়ে। সমালোচনার মুখেই ফিচারটি আবার ফিরিয়ে আনতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। হ্যাশট্যাগ ‘দেয়ারইজহেল্প’ (#ThereIsHelp) নামে পরিচিত ফিচারটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার থেকে কিছুদিন আগে সরিয়ে ফেলা হয়েছিল ফিচারটি। এটি সরানোর নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক নিজেই। টুইটারের নিরাপত্তা প্রধান এলা আরইউন অবশ্য এই অপসারণকে ‘অস্থায়ী’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘বিভিন্ন প্রম্পট ঠিক করার পাশাপাশি আমরা সেগুলোকে ঢেলে সাজাচ্ছি। আমরা জানি এই ফিচারগুলো দরকারি। আমরা এগুলো স্থায়ীভাবে বন্ধ করতে চাইনি।’
রয়টার্সের প্রতিবেদনের টুইটার পোস্টকে রিপ্লাই দিয়ে ইলন মাস্ক বলেন, ‘এটা মিথ্যা, এখনো রয়েছে এটি (ফিচার)।’
টুইটার ব্যবহারকারীদের সমালোচনার জবাবে আরেক টুইটে তিনি বলেন, ‘টুইটার আত্মহত্যা ঠেকায় না।’
হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প (#ThereIsHelp) নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২ দিন আগে