Ajker Patrika

গত বছর রেকর্ড ১৩ লাখ গাড়ি সরবরাহ করেছে টেসলা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২১: ০০
Thumbnail image

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সদ্য শেষ হওয়া বছরে ২০২১ সালের তুলনায় ৪০ শতাংশ বেশি গাড়ি সরবরাহ করেছে। টেসলা জানায়, ২০২২ সালে কোম্পানিটি মোট ১৩ লাখ গাড়ি সরবরাহ করে। ২০২২ সালের শেষ প্রান্তিকেই ৪ লাখ ৫ হাজারের বেশি গাড়ি সরবরাহ করেছে কোম্পানিটি। যেখানে ওয়াল স্ট্রিট জার্নাল ভবিষ্যদ্বাণী করেছিল, শেষ প্রান্তিকে টেসলা ৪ লাখ ৩০ হাজার গাড়ি সরবরাহ করবে।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগকারীদের উদ্দেশে একটি বিবৃতিতে টেসলা জানিয়েছে, কোম্পানিকে বছরজুড়ে করোনা এবং সরবরাহ চেইন-সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এরপরও সরবরাহে খুব একটা খামতি হয়নি। 

এদিকে আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, টেসলার গাড়ি কম তাপমাত্রায় তুলনামূলক কম দূরত্ব চলবে। অর্থাৎ ঠান্ডায় টেসলার ব্যাটারি ডিসচার্জ হয়—এই তথ্য গ্রাহকদের জানাতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ২২ লাখ ডলার জরিমানা করবে তারা। 

কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন বলেছে, টেসলা একবার চার্জে গাড়ি কতটুকু দূরত্ব চলবে (মাইলেজ), পেট্রলচালিত যানবাহনের তুলনায় তাদের গাড়ির কর্মদক্ষতা এবং এর সুপার চার্জারের কর্মক্ষমতা অতিরঞ্জিত করে প্রকাশ করেছে। 

২০২২ সালের শেষ প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ উৎপাদনের তুলনায় ৩৪ হাজারের কম ছিল। বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি এর কারণ হিসেবে লজিস্টিক সংকটে কথা তুলে ধরে। তবে টেসলার জন্য এই সরবরাহ ঘাটতি অস্বাভাবিক। কারণ, এটি আগে যত গাড়ি তৈরি করেছিল, সব কটিই সরবরাহ করতে পেরেছিল। 

২০২২ সালে টেসলার শেয়ারদরেও ব্যাপক পতন লক্ষ করা যায়। শেয়ারদর ৬৫ শতাংশ কমেছিল। ২০১০ সালে বাজারে প্রবেশের পর থেকে এটিই সবচেয়ে খারাপ বছর পার করল কোম্পানিটি। টেসলার শেয়ারদরের পতনের পরে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণেও ধস নেমেছে। ২০২১ সালের ৪ নভেম্বর মাস্কের সম্পদ ছিল ৩৪ হাজার কোটি ডলার। সেটি কমতে কমতে এখন দাঁড়িয়েছে মাত্র ১৩ হাজার ৭০০ কোটি ডলারে। এর ফলে শীর্ষ ধনীর আসনও হারিয়েছেন টেসলার সিইও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত