Ajker Patrika

নিয়োগ বন্ধ টেসলায়, কর্মী ছাঁটাই শিগগির

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৫: ০৩
নিয়োগ বন্ধ টেসলায়, কর্মী ছাঁটাই শিগগির

অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, যা আগামী ত্রৈমাসিকে বাস্তবে রূপ নেবে। টেসলায় নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

ছাঁটাইয়ের পদক্ষেপটি এমন সময়ে এল, যখন বিনিয়োগকারীরা টুইটার পরিচালনারত ইলন মাস্কের টেসলায় অমনোযোগের বিষয়ে উদ্বেগ দেখিয়েছে।

এই সংবাদ প্রকাশের দিন বাজারে লেনদেন শেষ হওয়ার আগে টেসলার শেয়ারের দর ১ শতাংশ বেড়ে ১৩৯ ডলার ২৫ সেন্টে ওঠে। তবে চীনে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা কমায় ভবিষ্যতে শেয়ারের দর লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কমবে বলে মনে করছেন টেসলার বিশ্লেষকেরা।

এর আগে চলতি বছরের জুন মাসে মাস্ক বলেছিলেন, ‘টেসলা আগামী তিন মাসে মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে।’

চলতি মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। তবে ঠিক কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি। 

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত