টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে তাঁর থাকা উচিত কিনা তা জানতে চেয়ে টুইটারে পোল (অনলাইন ভোট) খুলেছেন ইলন মাস্ক। পোল পোস্টে তিনি বলেছেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, অনলাইন ভোটে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি এ ভোটের আয়োজন করেন। সিএনএনের প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে মাস্কের পক্ষে ভোট পড়েছে ৫৮ শতাংশ এবং বিপরীতে ভোট পড়েছে ৪২ শতাংশ।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। এরপর নিজেকে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কর্মী ছাঁটাই থেকে শুরু করে নানা ধরনের পদক্ষেপ নিয়ে সমালোচনার জন্ম দেন। সম্প্রতি বেশ কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইলন মাস্কের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এমনকি ইউই টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও হুমকি দিয়েছে। অন্যদিকে জাতিসংঘ গত শুক্রবার এক টুইটার পোস্টে বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা বিষয় নয়।’
জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা বিষয় নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি এবং ক্ষতিকারক ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এ ছাড়া ইইউ কমিশনার ভেরা জোরোভা ইউরোপের নতুন ডিজিটাল সেবা আইনের অধীনে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। এ আইনে মিডিয়ার স্বাধীনতা এবং মৌলিক অধিকারকে সম্মানের কথা বলা হয়েছে।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে তাঁর থাকা উচিত কিনা তা জানতে চেয়ে টুইটারে পোল (অনলাইন ভোট) খুলেছেন ইলন মাস্ক। পোল পোস্টে তিনি বলেছেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, অনলাইন ভোটে হেরে গেলে টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি এ ভোটের আয়োজন করেন। সিএনএনের প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে মাস্কের পক্ষে ভোট পড়েছে ৫৮ শতাংশ এবং বিপরীতে ভোট পড়েছে ৪২ শতাংশ।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেন। এরপর নিজেকে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কর্মী ছাঁটাই থেকে শুরু করে নানা ধরনের পদক্ষেপ নিয়ে সমালোচনার জন্ম দেন। সম্প্রতি বেশ কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ইলন মাস্ক।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইলন মাস্কের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এমনকি ইউই টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও হুমকি দিয়েছে। অন্যদিকে জাতিসংঘ গত শুক্রবার এক টুইটার পোস্টে বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা বিষয় নয়।’
জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনস সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা বিষয় নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি এবং ক্ষতিকারক ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
এ ছাড়া ইইউ কমিশনার ভেরা জোরোভা ইউরোপের নতুন ডিজিটাল সেবা আইনের অধীনে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। এ আইনে মিডিয়ার স্বাধীনতা এবং মৌলিক অধিকারকে সম্মানের কথা বলা হয়েছে।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১০ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১২ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১২ ঘণ্টা আগে