কোর্তায়াকে মনে করিয়ে দিলেন বাংলার জিকো
ইন্দোনেশিয়াকে তাদের মাটিতে জয় বঞ্চিত রাখতে হলে অবিশ্বাস্যই কিছু করতে হত। নবীন আক্রমণভাগ, চোটে কাবু রক্ষণ। বাংলাদেশ দলটাকে বলা হচ্ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে দুর্বল দল। র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে কাউকে নিজের সেরাটা দিতেই হত। আর সেই সেরাটা ঢাললেন বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান