Ajker Patrika

ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলর দাম কিছুটা কমবে: বাণিজ্যসচিব

ফরিদপুর প্রতিনিধি
ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলর দাম কিছুটা কমবে: বাণিজ্যসচিব

ইন্দোনেশিয়ার পামওয়েল পেলে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আজ শনিবার ফরিদপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। 

শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য-সংক্রান্ত জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তপন কান্তি ঘোষ। 

সভায় তপন কান্তি ঘোষ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সারা পৃথিবীতেই গম ও সয়াবিনের দর বেড়েছে। বর্তমান সময়ে ইউক্রেন ও রাশিয়ার থেকে সব ধরেন পণ্য আমদানি বন্ধ রয়েছে। ওই দুই দেশ যত দিন আমদানিকারকদের বাইরে থাকবে, তত দিন পণ্যের দর কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’ 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে হওয়া এই মতবিনিময় সভায় তপন কান্তি ঘোষ বলেন, ‘আমাদের গম ও সানফ্লাওয়ার আমদানির ক্ষেত্রে রাশিয়া কিংবা ইউক্রেনের ওপর নির্ভর করতে হয়। ওই দুই দেশের সংকট সমাধান না হওয়া পর্যন্ত আমাদের বাজারে তেল, গম ও সারের ওপর প্রভাব পড়বে। এ জন্য এখন থেকেই সবাইকে মিতব্যয়ী হওয়া ও বিকল্প পণ্যের দিকে এগোতে হবে।’ 

সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, প্রেস ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, হাজি শরিয়তুল্লাহ বাজারের ফজলুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত