Ajker Patrika

চকরিয়ায় নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে নীল ও সাদা চেক গেঞ্জি এবং লাল রঙের হাফপ্যান্ট ছিল।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, চিংড়িজোন এলাকার বদরখালী ইউনিয়নের চিলখালী কাটাবুনিয়ার মাতামুহুরী নদীর পাড়ে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। এরপর বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আজ শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার রাতে চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকায় মাতামুহুরী নদীর পাড়ে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে লোকজন নৌ পুলিশকে খবর দেয়। এরপর ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সুরতহাল করা হয়। অন্তত চার থেকে পাঁচ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।’ তিনি আরও বলেন, ‘লাশের দেহে পচন ধরে চামড়া সাদা হয়ে গেছে। পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। দেহের ছেঁড়া কাপড় ছাড়া কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। যেখানে লাশটি পাওয়া গেছে, সেখানে মাতামুহুরী নদী ও মহেশখালী চ্যানেলে জোয়ার-ভাটা হয়। কোথাও থেকে লাশটি ভেসে আসতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে সেবা সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত