আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলন এই দুই নেতার উপস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন।
জোকো উইদাদো বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়াকে জি–২০ সম্মেলনে যোগদানে বাধা দেওয়ার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি সমঝোতা হয়েছে। তারই সূত্র ধরে, জেলেনস্কিকে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের সময় জি–২০ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া এই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন ব্যক্তিগতভাবে সম্মেলনে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ—যাদের বেশির ভাগই নারী ও শিশু–বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলন এই দুই নেতার উপস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন।
জোকো উইদাদো বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়াকে জি–২০ সম্মেলনে যোগদানে বাধা দেওয়ার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি সমঝোতা হয়েছে। তারই সূত্র ধরে, জেলেনস্কিকে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের সময় জি–২০ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া এই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন ব্যক্তিগতভাবে সম্মেলনে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ—যাদের বেশির ভাগই নারী ও শিশু–বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
ফরাসি প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের প্রায় ২৫০টি ইঞ্জিন কিনতে চলেছে ভারত, যার আনুমানিক খরচ ৬১ হাজার কোটি রুটি। এতে ভারতীয় প্রযুক্তির সঙ্গে যুক্ত হবে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিকতা, যা দেশীয় প্রতিরক্ষা শিল্পে এক নতুন মাত্রা আনবে।
১২ মিনিট আগেএডুয়ার্দো বলসোনারো চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে থেকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে নিজ দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন বলে জানা গেছে। এদিকে দেশে তাঁর বাবার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি বিচার কার্যক্রম চলছে। ঠিক এই সময়ে
৩১ মিনিট আগেকেবলমাত্র বেশি উপার্জন করা মানেই ধনী হওয়া নয়। বিভিন্ন দেশে জিনিসের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং যেখানে জীবনযাত্রার খরচ কম, সেখানে অল্প বেতনেও ভালো থাকা যায়। কাজের সময়ও ভিন্ন হয়—কিছু দেশ কম কর্ম ঘণ্টায়ও বেশি আয় করে, যা অবসর যাপনের জন্য যথেষ্ট সময় এনে দেয়। তাহলে সত্যিকারের ধনী দেশ কোনগুলো?
২ ঘণ্টা আগেগ্রেটার নয়ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুধীর কুমার আজ শনিবার সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার আমরা খবর পাই। ফরেনসিক দলের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখি, ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা একটি সুইসাইড নোটও পেয়েছি, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ওই নোটে যাঁদের....
৩ ঘণ্টা আগে