Ajker Patrika

ইন্দোনেশিয়ায় বারে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১৯

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১১: ৩১
ইন্দোনেশিয়ায় বারে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১৯

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের সোরং শহরের একটি নাইট ক্লাবে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার কারাওকে বার নামের একটি নাইট ক্লাবে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ১৮ জনের মৃত্যু হয়। আর একজনকে খুন করা হয়েছে ছুরিকাঘাতে। 

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র কমিশনার অ্যাডাম এরউইন্ডি স্থানীয় মেট্রো টিভিকে বলেছেন, শহরগুলোতে যুবকদের মধ্যে মারামারির ঘটনা স্বাভাবিক। তবে এর কারণে এত বেশি মৃত্যুর ঘটনা এবারই প্রথম। 

অ্যাডাম এরউইন্ডি আরও বলেন, ঘটনাস্থল কারাওকে বার এখনো নিরাপত্তাবাহিনীর পর্যবেক্ষণে রয়েছে, তদন্ত চলছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত