Ajker Patrika

বালিতে ‘পবিত্র গাছ’ ধরে নগ্ন ছবি, বের করে দেওয়া হচ্ছে রুশ দম্পতিকে 

আপডেট : ০৭ মে ২০২২, ০২: ৫০
বালিতে ‘পবিত্র গাছ’ ধরে নগ্ন ছবি, বের করে দেওয়া হচ্ছে রুশ দম্পতিকে 

‘পবিত্র গাছ’ ধরে নগ্ন ছবি তোলায় এক রুশ দম্পতিকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে বের করে দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, আলিনা ফজলিভা নামে এক রুশ নারী বালির তাবানান জেলার একটি মন্দিরে ৭০০ বছরের পুরোনো বটগাছ ধরে নগ্ন হয়ে ছবি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই রুশ নারীর হাজার হাজার ফলোয়ার রয়েছে। 

ছবিটি তুলেছিলেন ওই নারীর স্বামী আন্দ্রে ফাজলিভ। পরে সেটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। পাহাড়, গাছ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলোকে বালিনিজ হিন্দু সংস্কৃতিতে পবিত্র বলে মনে করা হয়। এগুলোকে দেবতাদের বাড়ি বলে মনে করেন স্থানীয় হিন্দুরা। 

এ নিয়ে শুক্রবার বালির ইমিগ্রেশন বিভাগের প্রধান জামরুলি মানিহুরুক বলেন, ‘তাঁরা উভয়ই স্থানীয় নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল নয় এমন কর্মকাণ্ড চালিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। সুতরাং তাঁদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে বের করে দেওয়া হবে।’

 জামরুলি মানিহুরুক আরও বলেন, ‘স্বামী ও স্ত্রীকে কমপক্ষে ছয় মাসের জন্য ইন্দোনেশিয়া থেকেও নিষিদ্ধ করা হবে। পাশাপাশি স্থানীয় বিশ্বাস অনুসারে তাঁদের একটি শুদ্ধি অনুষ্ঠানে অংশ নিতে হবে।’ 

 এদিকে এই ঘটনায় আলিনা ফাজলিভা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইংরেজি ও ইন্দোনেশিয়ান ভাষায় ক্ষমা চেয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘বড় ভুল করেছি। বালিতে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে। সেগুলোর সবগুলোতে এ সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। এসব স্থানকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ।’ 

 বালির গভর্নর ওয়েয়ান কোস্টার জানিয়েছেন, তাঁর প্রশাসন এমন পর্যটকদের আর সহ্য করবে না। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত