Ajker Patrika

১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৩: ০৫
১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

ইন্দোনেশিয়ার একটি স্কুলের ১৩ জন ছাত্রীকে ধর্ষণের দায়ে একজন শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রাথমিকভাবে তাঁকে ‘যাবজ্জীবন সাজা’ দেওয়া হয়েছিল। পরে সেই রায় স্থগিত করে গতকাল সোমবার আদালত ওই ব্যক্তির ‘মৃত্যুদণ্ড’ ঘোষণা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বান্দুং শহরের একটি আদালত হেরি উইরাওয়ান নামের ওই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। এরপর প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করেন। আদালত আপিল বহাল রাখেন। 

আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি শিক্ষক হেরির আইনজীবী ইরা মাম্বো। তিনি বলেন, ‘আদালতের সম্পূর্ণ রায়ের কপি না দেখা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’ 

স্থানীয় প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্রও বলেছেন, ‘রায়ের চূড়ান্ত কপির জন্য তাঁরা অপেক্ষা করছেন। এরপর মন্তব্য করবেন।’ 

দেশটির শিশু সুরক্ষামন্ত্রী মৃত্যুদণ্ডের এই রায়কে সমর্থন জানিয়েছেন। তবে ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে। 

গত ফেব্রুয়ারিতে আদালতের একজন বিচারক বলেছিলেন, ‘শিক্ষক হেরি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ১৩ জন ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। ছাত্রীদের বয়স ছিল ১২ থেকে ১৬ বছর। ওই ছাত্রীদের আটজনই গর্ভবর্তী হয়েছিল।’ 

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে হাজার হাজার ইসলামিক বোর্ডিং স্কুল এবং অন্যান্য ধর্মীয় স্কুল রয়েছে। এসব স্কুলে বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তানরা পড়ালেখা করে। শিক্ষক হেরি উইরাওয়ানের এ ঘটনা ইন্দোনেশিয়ার মানুষকে হতবাক করেছে। দেশটির ধর্মীয় বোর্ডিং স্কুলগুলোতে শিশুদের ওপর যৌন সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করে সাধারণ মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত