বার্সার পরের তিন ম্যাচই এখন ‘ফাইনাল’
চ্যাম্পিয়নস লিগে এবার ড্র হওয়ার পর থেকে আলোচনায় গ্রুপ ‘সি’। মৃত্যুকূপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান। এই তিন ইউরোপ জায়ান্টেরই আছে একাধিক চ্যাম্পিয়নস লিগ জয়ের ইতিহাস। গ্রুপে তাদের সঙ্গী অপেক্ষাকৃত দুর্বল দল ভিক্টোরিয়া প্লজেন। এই চেক ক্লাবের কথা বাদ দিলে দ্বিতীয় রাউন্ডের জন্য বাকি তি