ঢাকা: টানা নয় বছর ধরে দৃশ্যটা ছিল পুরোপুরি একইরকম। প্রতিবছর লিগ শিরোপা ঘরে তুলছে জুভেন্টাস। সিংহাসনে বসে রাজার মতো অভিবাদন গ্রহণ করছেন ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি। এবারের লিগ এখনো শেষ হয়নি, তবে ইতোমধ্যে নিজের রাজ্য হারিয়ে বসেছেন জুভ প্রেসিডেন্ট। সিরি ‘আ’ শিরোপা হারানো আগনেল্লি নতুন রাজা স্টিভেন ঝ্যাংকে বললেন ‘তোমায় অভিনন্দন’!
হাতে চার ম্যাচ বাকি থাকতে জুভেন্টাসের নয় বছরের রাজত্বে ধস নামিয়েছে ইন্টার মিলান। গতকাল সাসুলোর সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আটালান্টার ড্র’তেই স্কুদোত্তো নিশ্চিত হয়েছে ইন্টারের। লিগ সংখ্যায় পেছনে পড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানও। নেরাজ্জুরিদের লিগ শিরোপা এখন ১৯টি, মিলানের ১৮। ৩৬ স্কুডেত্তো জিতে সবার ধরাছোঁয়ার বাইরে জুভেন্টাস।
১৩ পয়েন্টে এগিয়ে থাকা ইন্টারের পরের প্রতিপক্ষ সাম্পাদোরিয়া। সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আন্তোনিও কন্তের দলকে। যা করার করেছে সাসুলো। তাদের শুধু করতে হতো পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আটালান্টাকে আটকে রাখা!
১০ জনের দল নিয়েও সাসুলোর হুমকি ভালোভাবেই ঠেকিয়ে যাচ্ছিলো আটালান্টা। ৩২ মিনিটে গোলও করেছিলেন রবিন গোসলেন। ৫২ মিনিটে পেনাল্টি থেকে সাসুলো মিডফিল্ডার ডমিনিকো বেরার্দি গোল শোধ দিয়ে উৎসবের উপলক্ষ ডেকে আনলেন ইন্টার শিবিরে। আটালান্টার ড্র’তেই নিশ্চিত হয়েছে ইন্টারকে টপকানোর কেউ নেই।
শিরোপা হারানোর পরপরই ইন্টারের চীনা মালিক স্টিভেন ঝ্যাংকে টুইটারে শুভেচ্ছা জানান আন্দ্রেয়া আগনেল্লি। শুভেচ্ছার সঙ্গে সেই বার্তায় মিশে ছিল প্রছন্ন হুমকিও,‘অভিনন্দন স্টিভেন। মাঠে একজন বিশ্বস্ত প্রতিপক্ষ আর মাঠের বাইরে দারুণ বন্ধু হিসেবে তোমার অর্জনে আমি গর্বিত। আমরা কিন্তু দাপটের সঙ্গেই ফিরবো...’
সর্বশেষ ইন্টারকে লিগ জয়ের স্বাদ দিয়েছিলেন হোসে মরিনহো, ২০১০ সালে। পর্তুগিজ কোচের হাত ধরে সেবার ‘স্বপ্নের’ ট্রেবলও এসেছিল নেরাজ্জুরিদের ঘরে। এরপর থেকে শুরু শিরোপা খরা। যা কাটল কোচদের ‘মেসি’খ্যাত আন্তোনিও কন্তের হাত ধরে। জুভেন্টাসের টানা নয় লিগ জয়ের পেছনের কারিগরও কিন্তু পাগলাটে এই ইতালিয়ান। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরিনের ‘বুড়িদের’ তিনবার লিগ জেতান কন্তে। এই মৌসুমের আগে সেই জুভেন্টাসের কাছে পাত্তাও পায়নি সিরি ‘আ’র অন্য দলগুলো।
গতবারও অবশ্য লিগ জয়ের সুযোগ পেয়েছিলেন কন্তে। সেবার জুভেন্টাস থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রানার্সআপ হয়েছিল ইন্টার। ইউরোপা লিগের ফাইনালে হেরেছিল সেভিয়ার কাছে। গতবারের দুর্ঘটনা থেকে ঠিকই শিক্ষা নিয়েছেন কন্তে।
শিরোপার পেছনের কারিগর যদি হোন কন্তে, তবে মূল কারিগর স্ট্রাইকার জোড়া রোমেলু লুকাকু ও লাউতারো মার্টিনেজ। এই দুইয়ে মিলে লিগে করেছেন ৩৬ গোল। আঁটসাঁট ছিল রক্ষণও। ৩৪ ম্যাচে মাত্র ২৯ গোল হজম করে সিরি আতে নতুন রেকর্ড গড়েই লিগ জিতেছে ইন্টার।
ঢাকা: টানা নয় বছর ধরে দৃশ্যটা ছিল পুরোপুরি একইরকম। প্রতিবছর লিগ শিরোপা ঘরে তুলছে জুভেন্টাস। সিংহাসনে বসে রাজার মতো অভিবাদন গ্রহণ করছেন ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেল্লি। এবারের লিগ এখনো শেষ হয়নি, তবে ইতোমধ্যে নিজের রাজ্য হারিয়ে বসেছেন জুভ প্রেসিডেন্ট। সিরি ‘আ’ শিরোপা হারানো আগনেল্লি নতুন রাজা স্টিভেন ঝ্যাংকে বললেন ‘তোমায় অভিনন্দন’!
হাতে চার ম্যাচ বাকি থাকতে জুভেন্টাসের নয় বছরের রাজত্বে ধস নামিয়েছে ইন্টার মিলান। গতকাল সাসুলোর সঙ্গে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আটালান্টার ড্র’তেই স্কুদোত্তো নিশ্চিত হয়েছে ইন্টারের। লিগ সংখ্যায় পেছনে পড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানও। নেরাজ্জুরিদের লিগ শিরোপা এখন ১৯টি, মিলানের ১৮। ৩৬ স্কুডেত্তো জিতে সবার ধরাছোঁয়ার বাইরে জুভেন্টাস।
১৩ পয়েন্টে এগিয়ে থাকা ইন্টারের পরের প্রতিপক্ষ সাম্পাদোরিয়া। সেই ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়নি আন্তোনিও কন্তের দলকে। যা করার করেছে সাসুলো। তাদের শুধু করতে হতো পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আটালান্টাকে আটকে রাখা!
১০ জনের দল নিয়েও সাসুলোর হুমকি ভালোভাবেই ঠেকিয়ে যাচ্ছিলো আটালান্টা। ৩২ মিনিটে গোলও করেছিলেন রবিন গোসলেন। ৫২ মিনিটে পেনাল্টি থেকে সাসুলো মিডফিল্ডার ডমিনিকো বেরার্দি গোল শোধ দিয়ে উৎসবের উপলক্ষ ডেকে আনলেন ইন্টার শিবিরে। আটালান্টার ড্র’তেই নিশ্চিত হয়েছে ইন্টারকে টপকানোর কেউ নেই।
শিরোপা হারানোর পরপরই ইন্টারের চীনা মালিক স্টিভেন ঝ্যাংকে টুইটারে শুভেচ্ছা জানান আন্দ্রেয়া আগনেল্লি। শুভেচ্ছার সঙ্গে সেই বার্তায় মিশে ছিল প্রছন্ন হুমকিও,‘অভিনন্দন স্টিভেন। মাঠে একজন বিশ্বস্ত প্রতিপক্ষ আর মাঠের বাইরে দারুণ বন্ধু হিসেবে তোমার অর্জনে আমি গর্বিত। আমরা কিন্তু দাপটের সঙ্গেই ফিরবো...’
সর্বশেষ ইন্টারকে লিগ জয়ের স্বাদ দিয়েছিলেন হোসে মরিনহো, ২০১০ সালে। পর্তুগিজ কোচের হাত ধরে সেবার ‘স্বপ্নের’ ট্রেবলও এসেছিল নেরাজ্জুরিদের ঘরে। এরপর থেকে শুরু শিরোপা খরা। যা কাটল কোচদের ‘মেসি’খ্যাত আন্তোনিও কন্তের হাত ধরে। জুভেন্টাসের টানা নয় লিগ জয়ের পেছনের কারিগরও কিন্তু পাগলাটে এই ইতালিয়ান। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরিনের ‘বুড়িদের’ তিনবার লিগ জেতান কন্তে। এই মৌসুমের আগে সেই জুভেন্টাসের কাছে পাত্তাও পায়নি সিরি ‘আ’র অন্য দলগুলো।
গতবারও অবশ্য লিগ জয়ের সুযোগ পেয়েছিলেন কন্তে। সেবার জুভেন্টাস থেকে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রানার্সআপ হয়েছিল ইন্টার। ইউরোপা লিগের ফাইনালে হেরেছিল সেভিয়ার কাছে। গতবারের দুর্ঘটনা থেকে ঠিকই শিক্ষা নিয়েছেন কন্তে।
শিরোপার পেছনের কারিগর যদি হোন কন্তে, তবে মূল কারিগর স্ট্রাইকার জোড়া রোমেলু লুকাকু ও লাউতারো মার্টিনেজ। এই দুইয়ে মিলে লিগে করেছেন ৩৬ গোল। আঁটসাঁট ছিল রক্ষণও। ৩৪ ম্যাচে মাত্র ২৯ গোল হজম করে সিরি আতে নতুন রেকর্ড গড়েই লিগ জিতেছে ইন্টার।
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে