এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।
এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল।
বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়।
এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।
এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল।
বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়।
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩৫ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে