ক্রীড়া ডেস্ক
এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।
এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল।
বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়।
এক সময়ের পরাশক্তি তারা। শক্তি হারিয়ে ধুঁকছিল অনেক দিন ধরে। লম্বা সময় দিগ্ভ্রান্ত হয়ে ছুটছিল এসি মিলান। অবশেষে অন্ধকার টানেলের শেষে গিয়ে আলোর দেখা পেল মিলান। জিতলেই শিরোপা, এমন সমীকরণে সাসুলোকে ৩-০ গোলে হারিয়ে সিরি ‘আ’র শিরোপার দেখা পেল মিলান।
এদিন শিরোপা দৌড়ে মাঠে নেমে এসি মিলান ও ইন্টার মিলান। মিলান জিতেলই শিরোপা। আর পয়েন্ট হারালে বল চলে ইন্টারের কোর্টে। তবে সেই ঝুঁকিতে গেলে শিরোপা হারাতে হতো মিলানকে। ইন্টারও নিজেদের ম্যাচে ৩-০ গোলে জিতেছে। তাই প্রতিবেশীদের কোনো সুযোগ না দিয়ে শিরোপা ঠিকই পুনরুদ্ধার করে নিল মিলান।
ঘরের মাঠে ম্যাচের ৩৬ মিনিটেই ৩ গোলের লিড নেয় এসি মিলান। ১৭ ও ৩২ মিনিটে জোড়া গোলে মিলানকে এগিয়ে দেন মিলান। ৪ মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে করেন তৃতীয় গোল। প্রথমার্ধে পাওয়া এই তিন গোলেই একরকম শিরোপা নিশ্চিত করে ফেলে মিলান। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও শিরোপা নিয়ে মাঠ ছাড়ে সিলভিও পিউলির দল।
বিপরীতে সাম্পদোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোল শূন্য সমতায় থাকে ইন্টার। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে তিন গোল করে তারাও মিলানের মতো ৩-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত জয়ও পায় তারা। তবে তাতেও ঠেকানো যায়নি মিলানের শিরোপা জয়।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে