Ajker Patrika

সাবেক বার্সা তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইন্দোনেশিয়া, নেপথ্যে কী কারণ

ক্রীড়া ডেস্ক    
৯ মাস ইন্দোনেশিয়ার কোচের পদে ছিলেন ক্লুইভার্ট। তার অধীনে ৮ ম্যাচ খেলে ৩ জয় পেয়েছে দলটি। ছবি: এক্স
৯ মাস ইন্দোনেশিয়ার কোচের পদে ছিলেন ক্লুইভার্ট। তার অধীনে ৮ ম্যাচ খেলে ৩ জয় পেয়েছে দলটি। ছবি: এক্স

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সব আশাই শেষ হয়েছে ইন্দোনেশিয়ার। এর পরপরই প্রধান কোচের পদ থেকে প্যাট্রিক ক্লুইবার্টকে সরিয়ে দিলো ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছে দুই পক্ষ। এক বার্তায় ইন্দোনেশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে ইরাক এবং সৌদি আরবের কাছে হেরেছে ইন্দোনেশিয়া। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে, আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পাচ্ছে না ইন্দোনেশিয়া। কী কারণে ক্লুইভার্টের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পিএসএসআই। তবে কারণটি যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়া সেটা বলাই যায়।

২ বছরের চুক্তিতে গত জানুয়ারিতে ক্লুইবার্টকে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া। সে হিসেবে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি ছিল তাঁর। কিন্তু এশিয়ান দলটিতে ৯ মাসেই যাত্রা থামল বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারের। তার অধীনে ৮ ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া। এর মধ্যে জয় তিনটি। হেরেছে চারটিতে। বাকি ম্যাচ ড্র হয়েছে।

১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আশায় ক্লুইভার্টকে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া। দায়িত্ব নেওয়ার পর ইউরোপ প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গড়েন সাবেক এই স্ট্রাইকার। বিশেষ করে নেদারল্যান্ডসের ফুটবলারদের বেশি প্রাধান্য দিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ। কিন্তু তাঁর কৌশলে প্রত্যাশিত ফল পায়নি ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি বাতিলের পর ইনস্টাগ্রাম বার্তায় ক্লুইভার্ট বলেন, ‘বিশ্বকাপে যেতে পারিনি বলে আমি হতাশ এবং দুঃখিত। তবে আমরা একসাথে দারুণ একটি দল তৈরি করেছিলাম। যেটা আমাকে গর্বিত করবে। সৌদি আরব এবং ইরাকের বিপক্ষে হার আমাদের জন্য তিক্ত অভিজ্ঞতা ছিল। তবে আমাদের বড় স্বপ্ন ছিল। প্রধান কোচ হিসেবে আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত