Ajker Patrika

রাতে স্বপ্ন বাঁচানোর পরীক্ষায় নামছে ইন্টার-বায়ার্ন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৩: ২৭
রাতে স্বপ্ন বাঁচানোর পরীক্ষায় নামছে ইন্টার-বায়ার্ন

অ্যাওয়ে গোলের হিসাব থাকলে প্রথম লেগ শেষেই হয়তো অনেকে লিভারপুলকে জয়ী ঘোষণা করে দিত। প্রতিপক্ষ ইন্টার মিলানের মাঠে ২-০ গোলে জয়। দুই অ্যাওয়ে গোলের পাহাড় টপকে পরের রাউন্ডে যেতে হলে অলৌকিক কিছুই করে দেখাতে হতো ইন্টারকে। তবে লিভারপুল সে সুবিধা না পেলেও ইন্টারের কাজটা এখনো পাহাড় টপকানোর মতোই। লড়াইয়ে টিকে থাকতে হলে অ্যানফিল্ডে কোনো গোল হজম না করে অন্তত ৩-০ গোলে জিততে হবে ইন্টারকে।

নির্ভার লিভারপুলের সামনে ইন্টার যখন কঠিন পরীক্ষা দিতে নামবে, তখন ভিন্ন এক চ্যালেঞ্জ জিততে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ এরিনায় বায়ার্ন আতিথ্য দেবে সালজবুর্গকে। অস্ট্রিয়ান ক্লাবটির মাঠে প্রথম লেগে ১-১ গোল ড্র করেছে বায়ার্ন। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে পা ফসকালেই অঘটনের শিকার হয়ে বিদায় নিতে হতে পারে ‘বাভারিয়ান জায়ান্ট’দের।

এর আগে সান সিরোতে ইন্টারকে তেমন কোনো সুযোগই দেয়নি লিভারপুল। লম্বা সময় ঠেকিয়ে রাখার পরও দুই তারকা ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে ‘অল রেড’রা। প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে আছে লিভারপুল। ফল পাওয়ার পাশাপাশি গেগেনপ্রেসিংয়ের চিরায়ত সৌন্দর্যে সুবাস ছড়াচ্ছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের শক্তি বাড়িয়েছে লুইস দিয়াজের মতো নতুন রিক্রুটরাও। আক্রমণভাগে সালাহ, মানে, ফিরমিনো, জোতা সবাই আছেন নিজেদের সেরা ছন্দে। সে সঙ্গে লিভারপুলকে বাড়তি শক্তি জোগাবে অ্যানফিল্ডে সমর্থকদের গর্জন। এই লিভারপুলকে তাদের মাঠে বড় ব্যবধানে হারাতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে ইন্টারকে।

তবে এমন নয় যে ইন্টার ছন্দ হারিয়ে ফেলা দল। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে ইন্টার। লিগে নিজেদের শেষ ম্যাচে সালেরনিতানার বিপক্ষে তাদের জয় ৫-০ গোলের বড় ব্যবধানে। লিভারপুলকে নিশ্চয়ই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে চাইবে না তারাও। আজ রাতে আপাত মীমাংসিত ম্যাচটিও রূপ বদলে যেকোনো মুহূর্তে হয়ে উঠতে পারে ধ্রুপদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত