কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগটা হলো নিষ্ফলা। দ্বিতীয় লেগ নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ ছিল। সে আশার গুঁড়ে বালি। মিলান ডার্বির ফিরতি লেগটার নিষ্পত্তি হলো বড্ড একতরফাভাবে। মঙ্গলবার রাতে সান সিরোতে এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। ইতালিয়ান সিরি-এ লিগের এই মৌসুমে শিরোপা জিততে দাঁতে দাঁত চেপে লড়ছে মিলানের দুই ক্লাব। শেষ অবধি ইন্টার মিলানের শ্রেষ্ঠত্ব অটুট থাকবে, নাকি ১১ বছর পর রাজত্বে ফিরবে এসি মিলান—সেই প্রশ্নের উত্তর মিলবে মৌসুম শেষে। আপাতত প্রতিবেশীদের কাছে কোপা ইতালিয়ার স্বপ্নটা জমা দিয়ে আসতে হলো এসি মিলানকে।
ম্যাচের ফলটা অবশ্য দুই দলের আক্রমণের সঠিক চিত্রটা পরিষ্কার করছে না। ম্যাচে এসি মিলানই আক্রমণ বেশি করেছে। কিন্তু ১৬টি শট নিয়েও গোলের মুখ খুলতে পারেনি তারা, যার ৬টি শট ছিল লক্ষ্যে। অথচ ১০ শটের ৪টি গোলমুখে রেখে ৩টিতেই সাফল্য পেয়েছে ইন্টার মিলান। প্রথমার্ধে ২ গোল হজম করা এসি মিলান শেষ দিকে হজম করে আরো ১টি।
ইন্টার মিলানের ফাইনালে ওঠার রূপকার লাওতারো মার্টিনেজ। দলের ৩ গোলের দুটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমটা ম্যাচ শুরুর ৫ মিনিটে। পরেরটা বিরতির মিনিট সাতেক আগে। শেষ চারের ফল নির্ধারণ হয়ে গেল তাতেই। ম্যাচের দ্বিতীয় পর্বে এসি মিলানের নাটুকে প্রত্যাবর্তনের বিকল্প ছিল না। স্বাভাবিকভাবেই পারেনি তারা। বরং ৮২ মিনিটে রবিন গোসেন ম্যাচের তৃতীয় গোল করে ইন্টার মিলানের জয়োৎসবে দিয়েছেন বাড়তি রং।
গত মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগ জিতে ১১ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইন্টার মিলানের। এবার কোপা ইতালিয়ার প্রায় এক যুগের আক্ষেপ দূর করার সুযোগ নেরাজ্জুরিদের। আগামী ১১ মে নিরপেক্ষ ভেন্যুর এএস রোমার মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে ফাইনাল। সেখানে ইন্টার মিলানের প্রতিপক্ষ ফিওরেন্টিনা নাকি জুভেন্টাস তা জানা যাবে কয়েক ঘণ্টা পর।
আজ রাতেই যে অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে পরস্পরকে মোকাবিলা করবে তারা। জুভেন্টাসের জন্য স্বস্তির খবর, প্রথম লেগে ১-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে আছে। তুরিনের বুড়িদের জন্য বাড়তি অনুপ্রেরণা, ফিরতি লেগটা তারা খেলবে ঘরের মাঠ তুরিন স্টেডিয়ামে। ফিওরেন্টিনার জন্য ফাইনালে ওঠাটা তাই অনেকটাই কঠিন। জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে।
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগটা হলো নিষ্ফলা। দ্বিতীয় লেগ নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ ছিল। সে আশার গুঁড়ে বালি। মিলান ডার্বির ফিরতি লেগটার নিষ্পত্তি হলো বড্ড একতরফাভাবে। মঙ্গলবার রাতে সান সিরোতে এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। ইতালিয়ান সিরি-এ লিগের এই মৌসুমে শিরোপা জিততে দাঁতে দাঁত চেপে লড়ছে মিলানের দুই ক্লাব। শেষ অবধি ইন্টার মিলানের শ্রেষ্ঠত্ব অটুট থাকবে, নাকি ১১ বছর পর রাজত্বে ফিরবে এসি মিলান—সেই প্রশ্নের উত্তর মিলবে মৌসুম শেষে। আপাতত প্রতিবেশীদের কাছে কোপা ইতালিয়ার স্বপ্নটা জমা দিয়ে আসতে হলো এসি মিলানকে।
ম্যাচের ফলটা অবশ্য দুই দলের আক্রমণের সঠিক চিত্রটা পরিষ্কার করছে না। ম্যাচে এসি মিলানই আক্রমণ বেশি করেছে। কিন্তু ১৬টি শট নিয়েও গোলের মুখ খুলতে পারেনি তারা, যার ৬টি শট ছিল লক্ষ্যে। অথচ ১০ শটের ৪টি গোলমুখে রেখে ৩টিতেই সাফল্য পেয়েছে ইন্টার মিলান। প্রথমার্ধে ২ গোল হজম করা এসি মিলান শেষ দিকে হজম করে আরো ১টি।
ইন্টার মিলানের ফাইনালে ওঠার রূপকার লাওতারো মার্টিনেজ। দলের ৩ গোলের দুটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমটা ম্যাচ শুরুর ৫ মিনিটে। পরেরটা বিরতির মিনিট সাতেক আগে। শেষ চারের ফল নির্ধারণ হয়ে গেল তাতেই। ম্যাচের দ্বিতীয় পর্বে এসি মিলানের নাটুকে প্রত্যাবর্তনের বিকল্প ছিল না। স্বাভাবিকভাবেই পারেনি তারা। বরং ৮২ মিনিটে রবিন গোসেন ম্যাচের তৃতীয় গোল করে ইন্টার মিলানের জয়োৎসবে দিয়েছেন বাড়তি রং।
গত মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগ জিতে ১১ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইন্টার মিলানের। এবার কোপা ইতালিয়ার প্রায় এক যুগের আক্ষেপ দূর করার সুযোগ নেরাজ্জুরিদের। আগামী ১১ মে নিরপেক্ষ ভেন্যুর এএস রোমার মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে ফাইনাল। সেখানে ইন্টার মিলানের প্রতিপক্ষ ফিওরেন্টিনা নাকি জুভেন্টাস তা জানা যাবে কয়েক ঘণ্টা পর।
আজ রাতেই যে অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে পরস্পরকে মোকাবিলা করবে তারা। জুভেন্টাসের জন্য স্বস্তির খবর, প্রথম লেগে ১-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে আছে। তুরিনের বুড়িদের জন্য বাড়তি অনুপ্রেরণা, ফিরতি লেগটা তারা খেলবে ঘরের মাঠ তুরিন স্টেডিয়ামে। ফিওরেন্টিনার জন্য ফাইনালে ওঠাটা তাই অনেকটাই কঠিন। জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে।
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩৩ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে