টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।
টানা দ্বিতীয়বারের মতো ইতালিয়ান সুপারকাপের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতকাল সুপারকাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে গোল ৩টি করেন ফেদেরিকো ডিমার্কো, এডেন জেঁকো ও লাউতারো মার্টিনেজ।
সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশন নেয় এসি মিলান। কিন্তু গোলের খেলায় গোল করতে ব্যর্থ হয় তারা। বলা যায়, সেরকম আক্রমণই গড়তে পারেনি দলটি।
অন্যদিকে বল পজিশনে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল পায় তারা। শুরু থেকেই একের পর এক আক্রমণ করে নগর প্রতিদ্বন্দ্বীদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে ইন্টার, যার ফলও পায় দ্রুত।
ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় তারা। নিকো বারেল্লার পাস থেকে দলকে লিড এনে দেন ডিমার্কো। বিরতিতে যাওয়ার আগে ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেঁকো। আলেসান্দ্রো বাস্তোনির পাস ধরে ডান পায়ে দুর্দান্ত ফিনিশিং করেন বসনিয়া ও হার্জেগোভিনার এই ফরোয়ার্ড।
বিরতির পর গোল শোধের চেষ্টা করলেও পারেনি এসি মিলান। উল্টো ৭৭ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। এবারের গোলটি করেন লাউতারো মার্তিনেজ। দলের শেষ গোলে সহায়তা করেন ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার।
এই জয়ে সুপারকাপের ইতিহাসে সপ্তমবারের মতো সুপারকাপ জিতল ইন্টার। সমান শিরোপা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও। ৯বার জিতে শীর্ষে আছে ‘তুরিনের বুড়ি’ নামে পরিচিত জুভেন্টাস।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতেছে বাংলাদেশ। আজ জিতলেই ওয়ানডে, টেস্টের মতো টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে ধবলধোলাইয়ের লজ্জা উপহার দেবে বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ওল্ড ট্রাফোর
৩০ মিনিট আগেটি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।
৩৩ মিনিট আগেটি-টোয়েন্টিতে টানা ছয় হারের বৃত্ত ভেঙে বাংলাদেশ এখন জয়ের ধারায়। শ্রীলঙ্কা সফরের শেষ দুটি ম্যাচের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের দুটি জয় নিয়ে টানা চার ম্যাচ জয়ের ধারায় বাংলাদেশ। এই চার ম্যাচের সাধারণ মিল হলো , বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট দল ফিরে পেয়েছে হারানো ছন্দ। নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এ মাসে শ্রীলঙ্কায় গিয়ে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সিরিজ হার নিয়ে এবার মুখ খুলেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।
২ ঘণ্টা আগে