স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাভাগ্যের নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বাকি আছে ইতালিয়ান সিরি-এ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ রোমাঞ্চ। শুক্রবার রাতে সিরি-এ লিগ রোমাঞ্চ তো প্রায় শেষ করে দিচ্ছিল ইম্পোলি। সেটা হতে দেয়নি ইন্টার মিলান।
সান সিরোতে এসে ম্যাচের আধা ঘণ্টার মধ্যে ২ গোল করে ফেলেছিল ইম্পোলি। এর পরই গা ঝাড়া দিয়ে ওঠে ইন্টার মিলান। প্রথমার্ধেই স্বাগতিকেরা ফেরে সমতায়। পরে দ্বিতীয়ার্ধে একচেটিয়া পারফর্ম করে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
নাটকীয় এই জয়ে ইন্টারের লিগের স্বপ্ন তো বাঁচলই, একই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এল তারা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল এসি মিলান। তিনে থাকা নাপোলির সংগ্রহ ৭০ পয়েন্ট।
দুই মিলানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল জুভেন্টাসের। কিন্তু গত রাতে জেনোয়ার মাঠে গিয়ে শেষ সময়ের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বসে তুরিনের বুড়িরা। বিফলে গেল পাওলো দিবালার গোলটা। অবশ্য হারলেও খুব একটা ক্ষতি হয়নি জুভদের।
কয়েক রাউন্ড ধরে চাপে থাকা ইন্টার মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত গতকাল রাতেই। ২৮ মিনিটের মধ্যে ২ গোল করে তাদের ভড়কে দেয় ইম্পোলি। গোল করেন পিনামন্টি ও আসলানি। ২ গোল হজমের পর ঘুম ভাঙে ইন্টার মিলানের।
মুহুর্মুহু আক্রমণে স্বাগতিকেরা পেয়ে যায় উপহারসূচক গোল। আত্মঘাতী গোল করেন রামাগনলি। বিরতির আগমুহূর্তে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। ৬৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই লিড নেয় ইন্টার মিলান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।
স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাভাগ্যের নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বাকি আছে ইতালিয়ান সিরি-এ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ রোমাঞ্চ। শুক্রবার রাতে সিরি-এ লিগ রোমাঞ্চ তো প্রায় শেষ করে দিচ্ছিল ইম্পোলি। সেটা হতে দেয়নি ইন্টার মিলান।
সান সিরোতে এসে ম্যাচের আধা ঘণ্টার মধ্যে ২ গোল করে ফেলেছিল ইম্পোলি। এর পরই গা ঝাড়া দিয়ে ওঠে ইন্টার মিলান। প্রথমার্ধেই স্বাগতিকেরা ফেরে সমতায়। পরে দ্বিতীয়ার্ধে একচেটিয়া পারফর্ম করে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
নাটকীয় এই জয়ে ইন্টারের লিগের স্বপ্ন তো বাঁচলই, একই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এল তারা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল এসি মিলান। তিনে থাকা নাপোলির সংগ্রহ ৭০ পয়েন্ট।
দুই মিলানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল জুভেন্টাসের। কিন্তু গত রাতে জেনোয়ার মাঠে গিয়ে শেষ সময়ের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বসে তুরিনের বুড়িরা। বিফলে গেল পাওলো দিবালার গোলটা। অবশ্য হারলেও খুব একটা ক্ষতি হয়নি জুভদের।
কয়েক রাউন্ড ধরে চাপে থাকা ইন্টার মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত গতকাল রাতেই। ২৮ মিনিটের মধ্যে ২ গোল করে তাদের ভড়কে দেয় ইম্পোলি। গোল করেন পিনামন্টি ও আসলানি। ২ গোল হজমের পর ঘুম ভাঙে ইন্টার মিলানের।
মুহুর্মুহু আক্রমণে স্বাগতিকেরা পেয়ে যায় উপহারসূচক গোল। আত্মঘাতী গোল করেন রামাগনলি। বিরতির আগমুহূর্তে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। ৬৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই লিড নেয় ইন্টার মিলান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৭ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
১০ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে