কেন ‘সুপার অ্যাপ’ বানাতে চান মাস্ক, কী থাকবে তাতে
একটি ‘সুপার অ্যাপ’ তৈরি করতে চান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি অবশ্য এই অ্যাপকে বলছেন ‘এভরিথিং অ্যাপ’। এটি এমন এক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন হবে, যার মধ্যে থাকবে মেসেজিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন লেনদেন, ই-কমার্সে কেনাকাটা ইত্যাদির সুযোগ।