ঝাল ঝাল ফুচকা, সঙ্গে টক—শুনেই জিভে জল আসবে অনেক মানুষের। তাই বলে কুকুরেরও যে ভালো লাগবে এই টক-ঝাল স্বাদ, তা কে জানত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল এই মজার কাণ্ড।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুকুরের ফুচকা খাওয়ার ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, এক নারী তাঁর পোষা কুকুরছানাকে কোলে নিয়ে ফুচকার দোকানে এসেছেন। এরপর কুকুরটিকে ফুচকা খেতে দিলেন তিনি। অমনি কড়মড় শব্দে চিবিয়ে ফুচকা খেল ছানাটি। এরপর টকজল দিলে তা-ও একেবারে চেটে খেয়ে নিল। ফুচকাওয়ালাকেও বেশ উপভোগ করতে দেখা গেছে নতুন কাস্টমারের ফুচকা খাওয়া।
ভিডিওর শেষে যিনি ভিডিওটি ধারণ করছেন বলে মনে হচ্ছে, তিনি রসিকতা করে বিক্রেতাকে বলেন, ‘ওরিওর (কুকুরছানাটির নাম) কাছ থেকে ফুচকার দাম নেবেন কিন্তু!’
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। এরই মধ্যে ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর সেই সঙ্গে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
যদিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুকুরছানার দীর্ঘায়ু কামনার পাশাপাশি মজার সব মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, এমন খাবার পশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। অপর একজন লিখেছেন, ‘এরা পড়ালেখা জানা মূর্খ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে পোষা প্রাণীটির অভ্যাস খারাপ করবেন না।’
এর আগেও ওরিও নামের এই কুকুরছানার বিভিন্ন মজার কাণ্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। তবে ফুচকা খাওয়ার ভিডিওটি একটু বেশিই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
ঝাল ঝাল ফুচকা, সঙ্গে টক—শুনেই জিভে জল আসবে অনেক মানুষের। তাই বলে কুকুরেরও যে ভালো লাগবে এই টক-ঝাল স্বাদ, তা কে জানত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল এই মজার কাণ্ড।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুকুরের ফুচকা খাওয়ার ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, এক নারী তাঁর পোষা কুকুরছানাকে কোলে নিয়ে ফুচকার দোকানে এসেছেন। এরপর কুকুরটিকে ফুচকা খেতে দিলেন তিনি। অমনি কড়মড় শব্দে চিবিয়ে ফুচকা খেল ছানাটি। এরপর টকজল দিলে তা-ও একেবারে চেটে খেয়ে নিল। ফুচকাওয়ালাকেও বেশ উপভোগ করতে দেখা গেছে নতুন কাস্টমারের ফুচকা খাওয়া।
ভিডিওর শেষে যিনি ভিডিওটি ধারণ করছেন বলে মনে হচ্ছে, তিনি রসিকতা করে বিক্রেতাকে বলেন, ‘ওরিওর (কুকুরছানাটির নাম) কাছ থেকে ফুচকার দাম নেবেন কিন্তু!’
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। এরই মধ্যে ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর সেই সঙ্গে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
যদিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুকুরছানার দীর্ঘায়ু কামনার পাশাপাশি মজার সব মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, এমন খাবার পশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। অপর একজন লিখেছেন, ‘এরা পড়ালেখা জানা মূর্খ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে পোষা প্রাণীটির অভ্যাস খারাপ করবেন না।’
এর আগেও ওরিও নামের এই কুকুরছানার বিভিন্ন মজার কাণ্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। তবে ফুচকা খাওয়ার ভিডিওটি একটু বেশিই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২৩ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২৫ দিন আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫