Ajker Patrika

প্রাক্তনের সঙ্গে প্রেম

প্রাক্তনের সঙ্গে প্রেম

সাজপোশাকে, গ্ল্যামারে জাহ্নবী কাপুর এখন আগের চেয়ে অনেক ‘বোল্ড’। তাই লাইমলাইটের সব আলো তাঁর ওপর। এ আলোতেই ধরা পড়ল জাহ্নবীর প্রেমের খবর। যদিও কফি উইথ করণ অনুষ্ঠানে জাহ্নবী জোর গলায় বলেছেন, তিনি সিঙ্গেল। কিন্তু তাঁর প্রেমিক নিয়ে চর্চা থামছেই না সোশ্যাল মিডিয়ায়।

দীপাবলির পর এ গুঞ্জন আরও বেড়েছে। কারণ, দীপাবলির উৎসবের মধ্যেই শিখর পাহারিয়ার সঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্দের নাতি শিখরের সঙ্গে এক সময়ে ডেট করতেন জাহ্নবী। সে প্রেমে ইতি পড়েছিল বলেই জানতেন সবাই। কিন্তু সম্প্রতি আবার একসঙ্গে দেখা গেল তাঁদের। এক রেস্টুরেন্ট থেকে একসঙ্গে বেরিয়ে সোজা চলে যান গাড়িতে। শিখর ছিলেন চালকের আসনে, পাশে জাহ্নবী। প্রথমে ছবি শিকারিদের দেখে একটু লজ্জা পেলেও পরে হাসিমুখে হাত নাড়েন নায়িকা। তাঁদের ছবি দেখে নেটিজেনরা ধরেই নিয়েছেন, মনোমালিন্য কেটে গেছে দুজনের।

তবে কাহিনিতে টুইস্ট আছে আরও। দীপাবলির মৌসুমে প্রযোজক অমৃতপাল সিংহের পার্টিতে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ওরহান অত্রমানির সঙ্গে দেখা গেছে জাহ্নবীকে। ওই পার্টির একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। একটি ছবিতে ওরহানের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে রয়েছেন জাহ্নবী। ছবিতে ওরহানের মন্তব্য, ‘আই মিস ইউ’। এই প্রথমবার নয়, প্রায়ই জাহ্নবীর ছবিতে ইঙ্গিতপূর্ণ কমেন্ট করতে দেখা যায় ওরহানকে। ইন্ডাস্ট্রিতে এ কথাও চাউর আছে, তাঁরা সম্পর্কে আছেন। এসব গুঞ্জনে দ্বিধায় আছেন নেটিজেনরা।

শিখর নাকি ওরহান—কার সঙ্গে জুড়বে জাহ্নবীর নাম!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত