বলিউডের তরুণ মেধাবী অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। নিজের স্বল্প ক্যারিয়ার অনেক বেশ সমৃদ্ধ করেছেন, উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। বলিউডে কাজ শুরু করার পর থেকেই নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে শাহরুখ খানের নাম উল্লেখ করেছেন বারবার। গতকাল রোববার (২৭ নভেম্বর) এই তারকা নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারে বান্দ্রায় ছিলেন। বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের প্রতি নিজের ভালোবাসার জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, আয়ুষ্মান তাঁর গাড়ির খোলা ছাদ থেকে মান্নাতের দিকে তাকিয়ে আছেন। ইনস্টাগ্রামে নিজের এই ছবিটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘মান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই নিজের জন্য একটা মান্নাত (প্রার্থনা) করলাম।’
ছবিটি শেয়ার করামাত্র অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। আয়ুষ্মানের পাশাপাশি শাহরুখ খানের ভক্তরাও পোস্টটিতে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি আয়ুষ্মান তাঁর প্রথম অ্যাকশন চলচ্চিত্র ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অনিরুধ আইয়ার পরিচালিত সিনেমাটি আসছে ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নটাংকি সালা’, ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫ ’, ‘বালা’-এর মতো একাধিক হিট ছবি। ‘আন্ধাধুন’ ছবির জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।
বলিউডের তরুণ মেধাবী অভিনেতাদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। নিজের স্বল্প ক্যারিয়ার অনেক বেশ সমৃদ্ধ করেছেন, উপহার দিচ্ছেন একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র। বলিউডে কাজ শুরু করার পর থেকেই নিজের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে শাহরুখ খানের নাম উল্লেখ করেছেন বারবার। গতকাল রোববার (২৭ নভেম্বর) এই তারকা নিজের আসন্ন চলচ্চিত্রের প্রচারে বান্দ্রায় ছিলেন। বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখের প্রতি নিজের ভালোবাসার জানিয়েছেন।
ছবিতে দেখা যায়, আয়ুষ্মান তাঁর গাড়ির খোলা ছাদ থেকে মান্নাতের দিকে তাকিয়ে আছেন। ইনস্টাগ্রামে নিজের এই ছবিটি শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘মান্নাতের সামনে দিয়ে যাচ্ছিলাম। তাই নিজের জন্য একটা মান্নাত (প্রার্থনা) করলাম।’
ছবিটি শেয়ার করামাত্র অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। আয়ুষ্মানের পাশাপাশি শাহরুখ খানের ভক্তরাও পোস্টটিতে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। সম্প্রতি আয়ুষ্মান তাঁর প্রথম অ্যাকশন চলচ্চিত্র ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অনিরুধ আইয়ার পরিচালিত সিনেমাটি আসছে ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সুজিত সরকারের ছবি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন আয়ুষ্মান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। তাঁর ঝুলিতে রয়েছে ‘নটাংকি সালা’, ‘বেয়াকুফিয়া’, ‘দম লাগাকে হাইসা’, ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ১৫ ’, ‘বালা’-এর মতো একাধিক হিট ছবি। ‘আন্ধাধুন’ ছবির জন্য ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৫ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৫ ঘণ্টা আগে