মাছ খেতে মনে চাইলে আপনি সচরাচর কী করেন? হয়তো বাজার থেকে মাছ কিনে এনে রান্না করেন অথবা রেস্টুরেন্টে গিয়ে মাছের মেনু পছন্দ করে পেটপুরে খেয়ে আসেন। তবে মাছ খাওয়ার অভিজ্ঞতাকে আরও মজার করতে অসাধারণ এক পদক্ষেপ নিয়েছে জাপানের ওসাকা অঞ্চলের যাউ ফিশিং রেস্টুরেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রেস্টুরেন্টের পাশে থাকা সুইমিং পুলের মতো জায়গায় রাখা থাকে হরেক রকম মাছ। সেখান থেকে বড়শি দিয়ে নিজের পছন্দমতো মাছ ধরার সুযোগ রয়েছে ক্রেতাদের। মাছ ধরতে পারলে ঢোল পিটিয়ে অভিনন্দন জানানো হয় ক্রেতাকে। পরে মাছের সঙ্গে ছবি তোলা শেষে মাছটি রেস্টুরেন্টের বাবুর্চির কাছে পাঠানো হয়। সেখান থেকে নিজের পছন্দমতো রেসিপির স্বাদ নিতে পারবেন তারা।
এ ব্যাপারে রেস্টুরেন্টের নিজেদের ওয়েবসাইটে লেখা আছে, ‘আপনি যদি মাছটি নিজে ধরতে পারেন, তাহলে কম দামে মাছ খেতে পারবেন।’ ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী লাল কোরাল মাছের সাধারণ মূল্য বাংলাদেশি টাকায় ২ হাজার ৮০০ টাকা, কিন্তু রেস্টুরেন্টে খেতে এসে কেউ যদি নিজে মাছটি ধরে সে ক্ষেত্রে তাকে দিতে হবে মাত্র ২ হাজার ২০০ টাকার মতো। এমন সুযোগ লুফে নিতে রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছেন অনেকেই।
সম্প্রতি এই রেস্টুরেন্ট নিয়ে একটি ভ্লগ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ‘টিনা অ্যান্ড ফ্যাম’ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফিশিং রেস্টুরেন্টটি নিয়ে পোস্ট করা ভিডিওটি ১ লাখের বেশি লাইক পায়। রেস্টুরেন্টটির এমন অভিনব ব্যবস্থা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে তো জাপানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
মাছ খেতে মনে চাইলে আপনি সচরাচর কী করেন? হয়তো বাজার থেকে মাছ কিনে এনে রান্না করেন অথবা রেস্টুরেন্টে গিয়ে মাছের মেনু পছন্দ করে পেটপুরে খেয়ে আসেন। তবে মাছ খাওয়ার অভিজ্ঞতাকে আরও মজার করতে অসাধারণ এক পদক্ষেপ নিয়েছে জাপানের ওসাকা অঞ্চলের যাউ ফিশিং রেস্টুরেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রেস্টুরেন্টের পাশে থাকা সুইমিং পুলের মতো জায়গায় রাখা থাকে হরেক রকম মাছ। সেখান থেকে বড়শি দিয়ে নিজের পছন্দমতো মাছ ধরার সুযোগ রয়েছে ক্রেতাদের। মাছ ধরতে পারলে ঢোল পিটিয়ে অভিনন্দন জানানো হয় ক্রেতাকে। পরে মাছের সঙ্গে ছবি তোলা শেষে মাছটি রেস্টুরেন্টের বাবুর্চির কাছে পাঠানো হয়। সেখান থেকে নিজের পছন্দমতো রেসিপির স্বাদ নিতে পারবেন তারা।
এ ব্যাপারে রেস্টুরেন্টের নিজেদের ওয়েবসাইটে লেখা আছে, ‘আপনি যদি মাছটি নিজে ধরতে পারেন, তাহলে কম দামে মাছ খেতে পারবেন।’ ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী লাল কোরাল মাছের সাধারণ মূল্য বাংলাদেশি টাকায় ২ হাজার ৮০০ টাকা, কিন্তু রেস্টুরেন্টে খেতে এসে কেউ যদি নিজে মাছটি ধরে সে ক্ষেত্রে তাকে দিতে হবে মাত্র ২ হাজার ২০০ টাকার মতো। এমন সুযোগ লুফে নিতে রেস্টুরেন্টে ভিড় জমাচ্ছেন অনেকেই।
সম্প্রতি এই রেস্টুরেন্ট নিয়ে একটি ভ্লগ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। ‘টিনা অ্যান্ড ফ্যাম’ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফিশিং রেস্টুরেন্টটি নিয়ে পোস্ট করা ভিডিওটি ১ লাখের বেশি লাইক পায়। রেস্টুরেন্টটির এমন অভিনব ব্যবস্থা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকে তো জাপানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
২ ঘণ্টা আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
১২ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
২০ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগে