Ajker Patrika

পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনে

পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনে

ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনে আনা হয়েছে পরিবর্তন। মূলত ইন্টারফেসে এবং ডিজাইনে এসেছে এই পরিবর্তন। এখন ওয়েবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাবেন বিশেষ কিছু সুবিধা, যা এর আগে শুধু মোবাইল অ্যাপ্লিকেশনেই পাওয়া যেত। ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী এডাম মোসেরির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ইন্টারফেসে থাকছে একটি নেভিগেশন সাইডবার, যাতে যুক্ত থাকবে সার্চ, এক্সপ্লোর এবং ম্যাসেজের সুবিধা সংবলিত বাটন। এ ছাড়া সহজেই সেটিংস এবং পোস্ট সংরক্ষণ করার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া ইনস্টাগ্রাম ওয়েবে ভিডিও দেখা, নিউজফিডে ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহারকারীরা পাবেন আগের চেয়ে উন্নত অভিজ্ঞতা। 

এনডিটিভি আরও জানিয়েছে, ইনস্টাগ্রামের এই নতুন ইন্টারফেস সবার জন্য আপাতত উন্মুক্ত থাকছে না। তবে ক্রমেই সবাই উপভোগ করতে পারবেন নতুন ইন্টারফেসের নানা সুবিধা। 

এ বছরের শুরুতে ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী এডাম মোসেরি ঘোষণা দিয়েছিলেন, অ্যাপল আইপ্যাডের জন্য ইনস্টাগ্রামের আলাদা কোনো অ্যাপ্লিকেশন আর থাকবে না। আইপ্যাড ব্যবহারকারীদের সংখ্যা খুব বেশি নয় বলেই এই সিদ্ধান্ত নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সেহেতু ইনস্টাগ্রামের ওয়েব ভার্সন আপডেট হওয়ার খবরে খুশি হতেই পারেন আইপ্যাডের নিয়মিত ব্যবহারকারীরা। 

এনডিটিভির গত মাসের এক প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ২ বিলিয়নেরও বেশি। এই সংখ্যা সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যার (২ দশমিক ৯৬ বিলিয়ন) কাছাকাছি। নেটিজেনদের মতে, ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং শিগগিরই তা ফেসবুককেও পেছনে ফেলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত