Ajker Patrika

কেন ‘সুপার অ্যাপ’ বানাতে চান মাস্ক, কী থাকবে তাতে

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৬: ০৯
কেন ‘সুপার অ্যাপ’ বানাতে চান মাস্ক, কী থাকবে তাতে

একটি ‘সুপার অ্যাপ’ তৈরি করতে চান বিশ্বের শীর্ষ ধনীদের একজন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি অবশ্য এই অ্যাপকে বলছেন ‘এভরিথিং অ্যাপ’। এটি এমন এক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন হবে, যার মধ্যে থাকবে মেসেজিং, সোশ্যাল মিডিয়া, অনলাইন লেনদেন, ই-কমার্সে কেনাকাটা ইত্যাদির সুযোগ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ মাসের শুরুর দিকে মাস্ক নিজেই এক টুইটার পোস্টে বলেছিলেন, তিনি এমন একটি অ্যাপ তৈরির পরিকল্পনা করছেন, যেটি দিয়ে সব অ্যাপের কাজ করা যাবে। সেই পরিকল্পনার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতেই তিনি টুইটার কিনেছেন বলেও জানান।

অবশেষে নানা নাটকীয়তার পর গতকাল শুক্রবার ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ইলন মাস্ক। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সুপার অ্যাপের এই ধারণা নিয়ে শুধু মাস্ক একাই কাজ করছেন না। সারা বিশ্বের বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন একটি অ্যাপ বানানোর চেষ্টা করছে।

কী এই সুপার অ্যাপ
এটি এমন একটি অ্যাপ, যেটি ব্যবহার করে মানুষ বার্তা আদান-প্রদান, সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাইনে অর্থ লেনদেন, ই-কমার্স সাইটে কেনাকাটা থেকে শুরু করে সবকিছু করতে পারবেন। এ ধরনের মেগা অ্যাপ এশিয়ার দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে চীনের তৈরি ‘উইচ্যাট’ অ্যাপ। এর ব্যবহারকারী ১০০ কোটিও বেশি।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, উইচ্যাট চীনের মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রায় সবার মোবাইল ফোনেই এই অ্যাপ রয়েছে। কারণ এই অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি ক্যাব ভাড়া করা, টাকা লেনদেন, শপিং মলে কেনাকাটা আবার সামাজিক যোগাযোগমাধ্যমের জন্যও ব্যবহার করা যায়।

এ ছড়া সিঙ্গাপুরের তৈরি ‘গ্র্যাব’ নামের একটি অ্যাপও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে দারুণ জনপ্রিয়। এই অ্যাপ ব্যবহার করে খাবার কেনাকাটা করা ও ডেলিভারি দেওয়া, যানবাহন ভাড়া করা, অন-ডিমান্ড প্যাকেজ ডেলিভারি ও অনলাইনে আর্থিক লেনদেন করা যায়।

ইলন মাস্ক কেন ‘সুপার অ্যাপ’ বানাতে চান
গত জুনে টুইটার ব্যবহারকারীদের সঙ্গে একটি প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে ইলন মাস্ক বলেছিলেন, ‘এশিয়ার বাইরে উইচ্যাটের সমতুল্য আর কোনো সুপার অ্যাপ নেই।’ টুইটারে আরও নতুন নতুন পরিষেবা যোগ করার মাধ্যমে মাস্ক সম্ভবত তাঁর স্বপ্নের অ্যাপের দিকে এগিয়ে যাবেন। তিনি বলেছিলেন, টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ৩৭ লাখ থেকে বাড়িয়ে ১০০ কোটিতে নিয়ে যাওয়াটা তাঁর ইচ্ছা।

টুইটারে প্রাথমিকভাবে অনলাইন পেমেন্ট যোগ করার বিষয়ে আলোচনা করছেন ইলন মাস্ক। এ ছাড়া ব্লক চেইন ও ক্রিপ্টো কারেন্সি কীভাবে টুইটার ব্যবহারকারীদের জন্য সহায়ক হতে, পারে তা নিয়ে কাজ করার জন্য একটি দল তৈরি করেছে ক্রিপ্টো কারেন্সি বিনিময় করার অ্যাপ ‘বিনান্স’।

পিছিয়ে নেই অন্যরাও
এর আগে স্ন্যাপচ্যাপের মূল কোম্পানি স্ন্যাপ অনলাইনে পেমেন্ট সুবিধা চালু করেছিল, যেটির নাম ছিল ‘স্ন্যাপক্যাশ’। কিন্তু ২০১৮ সালে সেটি বন্ধ করে দিয়েছে। এ ছাড়া মোবাইল গেমিং অপশনও বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে তারা এ কাজ করেছে। এদিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ম্যাসেজিং অপশনের বাইরে ই-কমার্স সুবিধা চালু করার চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত