ছোটগল্পে পাঠককে মুগ্ধ করা আন্তন চেখভের চিরবিদায়
আধুনিক ছোটগল্পের কথা বললে যে কয়েকটি নাম প্রথমেই আসবে, তার একটি অবশ্যই আন্তন চেখভ। রুশ এই সাহিত্যিককে অসাধারণ সব নাটকের রচয়িতা হিসেবেও মনে রেখেছে পাঠক। ১৯০৪ সালের এই দিনে, অর্থাৎ ১৫ জুলাই মাত্র ৪৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চিরবিদায় নেন ক্ষণজন্মা মানুষটি।