‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম’
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট দিয়েছেন হাজেরা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা। আজ বুধবার কাজিরাবাদ দিঘির পাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ভোট দেন তিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি খুশি। ভোট দেওয়া শেষে তিনি বলেন, মনে হয় জীবনের শেষ ভোট দিলাম।