Ajker Patrika

শৈলকুপায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ আটক ১১, ধারালো অস্ত্র জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ আটক ১১, ধারালো অস্ত্র জব্দ

ঝিনাইদহের শৈলকুপার দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যসহ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ছেলে হাসিব আহমেদকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও ১০ জনকে আটক করা হয়। 

আজ শনিবার সন্ধ্যা ৬টার কবিরপুর নতুন ব্রিজের ওপর থেকে নির্বাচনী সহিংসতা সৃষ্টির শঙ্কায় নৌকা প্রতীকের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে তাঁদের আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী জানান, নৌকার স্টিকার লাগানো একটি মাইক্রোবাস কবির পুর নতুন ব্রিজ হয়ে উপজেলা শহরের দিকে আসছিল। সন্দেহ হলে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ১১ জনকে আটক করা হয়। সে সময় তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি সেভেন গিয়ার, তিনটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, দুটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, যেহেতু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এ জন্য তাদের কারাদণ্ড না দিয়ে নিয়মিত মামলার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে হয়তো তাঁরা নির্বাচনকে ঘিরে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড করার জন্য এগুলো বহন করছিলেন। তবে এর মধ্যে প্রার্থীর ছেলে আছে কিনা জানা নেই। 

এদিকে নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম হাকিম আহমেদ বলেন, ‘যে গাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদক সহ ১১ জনকে আটকের কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে আমার ছেলে হাসিব ছিল। তবে তাঁদের কাছে কোনো মাদক বা অস্ত্র পাওয়া যায়নি। তারা কেউই আটক হয়নি, এটা নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’ 

বিষয়টি নিয়ে স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, ‘হাকিম আহমেদের ছেলে হাসিব সহ বেশ কিছু ছেলে কয়েক দিন ধরেই এভাবে গাড়িতে করে বিভিন্ন গ্রামে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের আনারসের ভোট না নিতে হুমকি দিয়ে আসছে। আজকে তাঁরা আটক হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল আমার ওপর, আমার কর্মীদের ওপর হামলা করা।’ 

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট যাদের আটক করে থানায় সোপর্দ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যেহেতু কোনো সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার সময় তাঁদের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়নি, অস্ত্রগুলো গাড়িতে এগুলো ছিল, সেহেতু বিষয়টি কি তা খতিয়ে দেখা হচ্ছে। 
 
উল্লেখ্য, আগামীকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত