Ajker Patrika

সোনাকাটা ইউপির স্থগিত নির্বাচনের ভোটগ্রহণ চলছে

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২২, ১৪: ১৭
Thumbnail image

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের  (ইভিএম) মাধ্যমে এ ইউপির ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ইউপিতে গত ১৫ জুন ভোট হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ন হওয়ায় সে সময় নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরে গত সোমবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ ২৯ জুন নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়।

সোনাকাটা ইউপিতে মোট ভোটার ৯ হাজার ২৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
কয়েকটি কেন্দ্রে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। ইভিএমে ভোট দিতে পেরে খুশি বলে জানিয়েছেন ভোটাররা। 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মস্তফা কামাল বলেন, ‘আশা করছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।’ তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি আছে র‍্যাবের টহল দল। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নির্বাচনের দায়িত্ব পালন করছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, নির্বাচন ঘিরে সোনাকাটা ইউপিতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হয়। তাই নির্বাচন কমিশন এ ইউপির নির্বাচন স্থগিত করেছিল। পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এ ইউপির নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত