Ajker Patrika

বগুড়ায় ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীর জয়

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীর জয়

বগুড়া শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হযরত আলী (আনারস) জয়ী হয়েছেন। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ইভিএমে ভোট গ্রহণ চলে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে জানানো হয়, আনারস প্রতীকে হযরত আলী ৬ হাজার ৮৯৩ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর নেতা আনোয়ারুজ্জামান পেয়েছেন ৩হাজার ৭২৩ভোট।

ভোট চলাকালে প্রার্থীরা আজকের পত্রিকাকে জানান, ‘অবাধ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। ইভিএমে ভোট নিয়ে তাঁদের মধ্যে শঙ্কা থাকলেও এখন তা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত