Ajker Patrika

মারধরের ঘটনায় মামলা দায়ের, নির্বাচন স্থগিত

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৩: ৫৬
মারধরের ঘটনায় মামলা দায়ের, নির্বাচন স্থগিত

নাটোরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র কিনতে গিয়ে মারধরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মিঠুন আলী।

এর আগে নাটোর সদর থানায় সাবেক পৌর কাউন্সিলর নান্নু শেখসহ ১৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন তিনি।

মামলা দায়েরের পর এক আদেশে ইউনিয়নের নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত করেন সিনিয়র সহকারী জজ মো. দেলোয়ার হোসেন।

মামলার আসামিরা হলেন, প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু, নির্বাচন কমিশনার জয়নাল হাজী ও বুলবুল হোসেন।

মামলার বাদী মিঠুন আলী বলেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের মতো সচল সংগঠনে কোনো শীর্ষ পদ জিম্মিদশায় থাকতে পারে না। এই জিম্মি দশার প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

মামলার প্রধান আসামি সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু আজকের পত্রিকাকে জানান, তাঁদের বিরুদ্ধে মামলার বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। কোনো কাগজপত্র হাতে পাননি তিনি। কাগজপত্র হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদে মনোনয়নপত্র কেনা নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে গত বুধবার তিন শ্রমিককে মারধর করে প্রতিপক্ষ। এরই জেরে আদালতে মামলা করার পর নির্বাচন স্থগিত করে আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত