‘মেসি রাগলে তাকে হারানো যায় না’
কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের কথা ফুটবল-ভক্তরা সহজে ভুলতে পারবেন না। রেফারি মাতেও লাহোজের ‘কার্ডের রেকর্ড’ তো ছিলই, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ছিল যুদ্ধংদেহী মনোভাব। হুয়ান রোমান রিকুয়েলমের মতে, লিওনেল মেসির রেগে যাওয়া আর্জেন্টিনার জন্য ভালোই ছিল।