Ajker Patrika

বাংলাদেশিদের সমর্থনে মুগ্ধ মেসি 

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫২
বাংলাদেশিদের সমর্থনে মুগ্ধ মেসি 

বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম বিশ্বকাপের সময়ই আর্জেন্টিনা বুঝতে পেরেছে। বাংলাদেশের ফুটবল উন্মাদনা তারাও সামাজিকমাধ্যমে উপস্থাপন করেছে। বিশ্বকাপে বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা দেখে মুগ্ধ লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখানো হতো। মেসির ‘১০’ নম্বর জার্সি পরে খেলা উপভোগ করতেন বাংলাদেশি ভক্তরা। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন নজর কেড়েছে মেসির। আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘হ্যাঁ, আমি আর্জেন্টিনার জার্সি পরা ভক্তদের দেখেছি। সব জায়গায় ১০ নম্বর জার্সি বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ আমাকে দেখিয়েছিলেন। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখে সত্যিই ভালো লেগেছে।’

বিশ্বকাপে বাংলাদেশের জনগণের ফুটবল উন্মাদনা ইএসপিএন এফসির পেজে শেয়ার করা হয়েছিল। আর্জেন্টিনার গণমাধ্যম কর্মীরাও তাঁদের ফেসবুক, টুইটারে শেয়ার করেছিলেন। দেশটির রাজধানী শহর বুয়েন্স আয়ার্সেও বাংলাদেশের পতাকা ওড়ানো হয়েছিল। বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশিদের সমর্থনে মুগ্ধ লিওনেল স্কালোনি বলেছিলেন, ‘ডিয়েগো ম্যারাডোনা ও মেসির কারণে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। বাংলাদেশে আমাদের এত সমর্থক আছে জেনে সত্যিই ভালো লাগছে।’ 

লুসাইলে গত ১৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। ধ্রুপদী ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ে গোল্ডেন বল জেতেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কা র জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত