Ajker Patrika

শাস্তি পেতে পারেন আর্জেন্টিনার মার্তিনেজ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৪
শাস্তি পেতে পারেন আর্জেন্টিনার মার্তিনেজ

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। জয়ের পর বাঁধনহারা উদযাপনে মেতেছিলেন তিনি। ফিফার পক্ষ থেকে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

আর্জেন্টিনা-ফ্রান্স গত বছরের ১৮ ডিসেম্বর লুসাইলের ফাইনালে মুখোমুখি হয়। ধ্রুপদি ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছিলেন টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানো মার্তিনেজ। গোল্ডেন গ্লাভস পুরস্কার জয়ের পর বিতর্কিত উদযাপন করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক, যা নিয়ে এখনো আলোচনা চলছে। 

শুধু মার্তিনেজই নন, ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল পুরো আর্জেন্টিনা দল। কদিন আগে ফাইনাল নিয়ে তদন্ত করা শুরু করেছে ফিফা। তাতে আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, ‘আর্জেন্টিনা নীতিমালার ১১ ও ১২ নম্বর ধারা ভেঙেছে। ১১ নম্বর ধারা অনুযায়ী আক্রমণাত্মক আচরণ ও ফেয়ারপ্লের নীতিমালা লঙ্ঘন এবং ১২ নম্বর আইন অনুযায়ী খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ৪৪ ধারা অনুযায়ী ২০২২ বিশ্বকাপের নিয়মনীতি না মেনে চলারও অভিযোগ উঠেছে আকাশি-নীলদের বিরুদ্ধে।’ কি শাস্তি দেওয়া হবে তা জানানো হয়নি। এমনকি আর্জেন্টিনা, মার্তিনেজ কেউই শাস্তি পাননি। 

 শুধু এই গোল্ডেন গ্লাভসের পুরস্কারই নয়, ড্রেসিংরুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ট্রল করেছিলেন মার্তিনেজ। এরপর বুয়েনস এইরেসে ছাদখোলা গাড়িতে এমবাপ্পের ‘পুতুল’ নিয়ে উদযাপন করছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। মার্তিনেজের এই আচরণকে বাড়াবাড়ি বলছেন ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএফএফ) তৎকালীন সভাপতি নোয়েল লে গ্রায়েত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ দায়ের করে গ্রায়েত বলেছিলেন, ‘আমার কাছে এই আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। আমি বুঝতেই পারছি না। এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। এমবাপ্পের অভিযোগ সঠিক।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত