দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।
২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়)
খেলোয়াড় ট্রান্সফার ফি বছর ক্লাবে এসেছেন ক্লাব ছেড়েছেন
১. জ্যাক গ্রিয়ালিশ ১৩১৫ কোটি ২০২১ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু ১২৮২ কোটি ২০২১ চেলসি ইন্টার মিলান
৩. পল পগবা ১১৭০ কোটি ২০১৬ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস
৪. আন্তোনি ১০৭৮ কোটি ২০২২ ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স
৫. হ্যারি ম্যাগুয়ার ১০৫২ কোটি ২০১৯ ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু ৯৮৬ কোটি ২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন
৭. ভার্জিল ফন ডাইক ৯৮৬ কোটি ২০১৭ লিভারপুল সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো ৯৬০ কোটি ২০২১ ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়া ডর্টমুন্ড
দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।
২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।
ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়)
খেলোয়াড় ট্রান্সফার ফি বছর ক্লাবে এসেছেন ক্লাব ছেড়েছেন
১. জ্যাক গ্রিয়ালিশ ১৩১৫ কোটি ২০২১ ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু ১২৮২ কোটি ২০২১ চেলসি ইন্টার মিলান
৩. পল পগবা ১১৭০ কোটি ২০১৬ ম্যানচেস্টার ইউনাইটেড জুভেন্টাস
৪. আন্তোনি ১০৭৮ কোটি ২০২২ ম্যানচেস্টার ইউনাইটেড আয়াক্স
৫. হ্যারি ম্যাগুয়ার ১০৫২ কোটি ২০১৯ ম্যানচেস্টার ইউনাইটেড লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু ৯৮৬ কোটি ২০১৭ ম্যানচেস্টার ইউনাইটেড এভারটন
৭. ভার্জিল ফন ডাইক ৯৮৬ কোটি ২০১৭ লিভারপুল সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো ৯৬০ কোটি ২০২১ ম্যানচেস্টার ইউনাইটেড বরুশিয়া ডর্টমুন্ড
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে