ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের কথা ফুটবল-ভক্তরা সহজে ভুলতে পারবেন না। রেফারি মাতেও লাহোজের ‘কার্ডের রেকর্ড’ তো ছিলই, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ছিল যুদ্ধংদেহী মনোভাব। হুয়ান রোমান রিকুয়েলমের মতে, লিওনেল মেসির রেগে যাওয়া আর্জেন্টিনার জন্য ভালোই ছিল।
লুসাইলে গত বছরের ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, যে ম্যাচে ডাচ কোচ লুইস ফন গাল পেনাল্টি হলে নিজেদের আত্মবিশ্বাসী মনোভাবের জানান দিয়েছিলেন, যা আর্জেন্টাইন ফুটবলারদের তাতিয়ে দেয়। ১২০ মিনিট ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। মূল ম্যাচ ও পেনাল্টি শ্যুটআউটে ১টি করে গোল করেছিলেন মেসি। ম্যাচ জয়ের পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে টোপো গিগিও উদ্যাপন করেন ফন গালের উদ্দেশে।
রিকোয়েলমে মনে করেন, ফন গাল রাগিয়ে দিয়ে আর্জেন্টিনার উপকার করেছিলেন। আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘যখন সেরা খেলোয়াড় রেগে যায়, তাকে আপনি সহজে হারাতে পারবেন না। ফন গালের ঘোষণা আর্জেন্টিনা দলের জন্য ভালোই ছিল। মেসি এদিক থেকে একটু সুবিধা পেয়েছিল। কারণ যখন সে রেগে যায়, সে অন্যদের মতো সহজে মাঠ ছেড়ে যায় না।’
রিকোলমে আরও বলেন, ‘আপনি তাকে রাগাতে পারেন না। আপনি তার সঙ্গে কোলাকুলি করতে পারেন, তাকে চুমু দিতে পারেন। যাতে আপনাকে হারাতে না চায়।’
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার এক বিশেষ কারণ ছিল। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়রসের কিংবদন্তি সাত বছরে ৬ মেজর জেতা হুয়ান রিকোয়েলমেকে কিনল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুই ফান গাল। আর তার ডেপুটি হিসেবে ছিলেন হোসে মরিনহো। তাই এরা কোনোভাবেই রিকেলমের মতো ধীরগতির ক্রিয়েটিভ মিডফিল্ডারকে মেনে নিতে পারেননি। ফন গাল প্রকাশ্যে বলেছিলেন, ‘রিকেলমেকে তিনি পছন্দ করে কেনেননি; এটা ক্লাবের পলিটিক্যাল সাইনিং।’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের কথা ফুটবল-ভক্তরা সহজে ভুলতে পারবেন না। রেফারি মাতেও লাহোজের ‘কার্ডের রেকর্ড’ তো ছিলই, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ছিল যুদ্ধংদেহী মনোভাব। হুয়ান রোমান রিকুয়েলমের মতে, লিওনেল মেসির রেগে যাওয়া আর্জেন্টিনার জন্য ভালোই ছিল।
লুসাইলে গত বছরের ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস, যে ম্যাচে ডাচ কোচ লুইস ফন গাল পেনাল্টি হলে নিজেদের আত্মবিশ্বাসী মনোভাবের জানান দিয়েছিলেন, যা আর্জেন্টাইন ফুটবলারদের তাতিয়ে দেয়। ১২০ মিনিট ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। মূল ম্যাচ ও পেনাল্টি শ্যুটআউটে ১টি করে গোল করেছিলেন মেসি। ম্যাচ জয়ের পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে টোপো গিগিও উদ্যাপন করেন ফন গালের উদ্দেশে।
রিকোয়েলমে মনে করেন, ফন গাল রাগিয়ে দিয়ে আর্জেন্টিনার উপকার করেছিলেন। আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘যখন সেরা খেলোয়াড় রেগে যায়, তাকে আপনি সহজে হারাতে পারবেন না। ফন গালের ঘোষণা আর্জেন্টিনা দলের জন্য ভালোই ছিল। মেসি এদিক থেকে একটু সুবিধা পেয়েছিল। কারণ যখন সে রেগে যায়, সে অন্যদের মতো সহজে মাঠ ছেড়ে যায় না।’
রিকোলমে আরও বলেন, ‘আপনি তাকে রাগাতে পারেন না। আপনি তার সঙ্গে কোলাকুলি করতে পারেন, তাকে চুমু দিতে পারেন। যাতে আপনাকে হারাতে না চায়।’
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার এক বিশেষ কারণ ছিল। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়রসের কিংবদন্তি সাত বছরে ৬ মেজর জেতা হুয়ান রিকোয়েলমেকে কিনল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুই ফান গাল। আর তার ডেপুটি হিসেবে ছিলেন হোসে মরিনহো। তাই এরা কোনোভাবেই রিকেলমের মতো ধীরগতির ক্রিয়েটিভ মিডফিল্ডারকে মেনে নিতে পারেননি। ফন গাল প্রকাশ্যে বলেছিলেন, ‘রিকেলমেকে তিনি পছন্দ করে কেনেননি; এটা ক্লাবের পলিটিক্যাল সাইনিং।’
বৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
২৯ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
১ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৩ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
৩ ঘণ্টা আগে